রাজধানীর উত্তরায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক তরুণী নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর জয়নাল মার্কেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ হানিফ এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরনে ছিল সেলোয়ার কামিজ ও কালো রংয়ের বোরকা। এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্থান্তর করে। এসময় দক্ষিণখান থানার (এসআই) মো. নুরুল ইসলাম ও বিমানবন্দর পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এএসআই মো. মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর জয়নাল মার্কেট রেলক্রসিংয়ে এলাকায় পায়ে হেঁটে রেললাইন পার হচ্ছিলো ওই নারী। এ সময় উভয় লাইন দিয়ে ট্রেন আসলে কাটা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। (বাসস)