spot_img

সাকিবকে টানতে চায় আইপিএলের এই তিন দল

অবশ্যই পরুন

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। জুয়াড়িদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও তা গোপন করায় ১ বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। সব ধরনের ক্রিকেটেই নিষিদ্ধ হওয়ায় ২০২০ আইপিএলেও খেলা হয়নি এই বাঁহাতির।

তবে নিষেধাজ্ঞা মুক্ত সাকিবকে ২০২১ আইপিএলে দেখার অপেক্ষায় ভক্তরা। ভারতীয় সংবাদ মাধ্যম ‘টাইমস নাও’ মনে করছে নিলামে সাকিবকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হতে পারে।

অন্তত তিনটি দল সাকিবকে পেতে চাইবে বলে মনে করছে সংবাদ মাধ্যমটি। এমন একটি প্রতিবেদনই বুধবার প্রকাশ করেছে তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রত্যাবর্তনের সিরিজেই নিজের কারিশমা দেখিয়েছেন সাকিব। এক বছরের বেশি সময় ক্রিকেটের বাইরে ছিলেন। কিন্তু তার খেলায় তা এতটুকুও প্রভাব পড়েনি।

ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের ৩-০ তে হোয়াইটওয়াশ করে টাইগাররা। সাকিব পান সিরিজ সেরার পুরস্কার। তিন ম্যাচে ব্যাট হাতে ১১৩ রান করার পাশাপাশি ৩ উইকেট শিকার করেন। এখন খেলছেন টেস্ট সিরিজে।

আইপিএলেও সাকিবের রেকর্ড দুর্দান্ত। ৬৩ ম্যাচ খেলে ৭৪৯ রানের সঙ্গে নিয়েছেন ৫৯ উইকেট। তিনি এমন ক্রিকেটার, যে কিনা ব্যাট হাতে মিডল অর্ডারে দলের জন্য অবদান রাখতে পারেন। ৩-৪ ওভার বল করতে পারেন সহজেই।

সাকিব সবশেষ ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন। নিষেধাজ্ঞা পাওয়ায় পরের আসরে তাকে ছেড়ে দেয় দলটি।

২০২১ সালে সাকিবকে নিলাম থেকে নেওয়ার সুযোগ থাকছে দলগুলোর সামনে। ‘টাইমস নাও’ ধারণা করছে, সেই সুযোগ লুফে নিতে চাইবে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইংলিশ অলরাউন্ডার মইন আলিকে ছেড়ে দিয়েছে দলটি। তার সেরা বিকল্প হতে পারেন সাকিব।

এদিকে কিংস ইভেলেন পাঞ্জাব ছেড়ে দিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, জিমি নিশামকে। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল সাকিবের মতো অভিজ্ঞ কাউকে খুঁজবে।

তালিকায় আছে চেন্নাই সুপার কিংসও। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল একজন মাত্র বিদেশি কেনার সুযোগ পাবে। সাকিব হতে পারেন তাদের সেরা পছন্দ।

কারণ সবশেষ আসরে মিডল অর্ডারে ভুগতে হয়েছে দলটিকে। সাকিব পারে ৩ বা ৪ নম্বরে ব্যাট করে সেই দুর্বলতা কাটাতে। এ ছাড়া পিযুষ চাওলা ও হারভাজান সিংকে ছেড়ে দিয়েছে তারা।

এ বছরের এপ্রিলে কিংবা মে মাসে মাঠে গড়াতে পারে আইপিএলের নতুন মৌসুম। তার আগে ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার অনুঘটক বিচার বিভাগ: ইফতেখারুজ্জামান

শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ