সন্দেহজনক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় টি-টেন ক্রিকেট থেকে ভারতীয় এক ক্রিকেটারকে বহিস্কার করেছে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজকরা। দুবাইয়ে চলমান টি-টেনএ মারাঠা আরাবিয়ান্স দলে খেলা রয়েছেন ভারতীয় ক্রিকেটার স্যান্ডি সিংহের কার্যকলাপে সন্দেহ হয় আয়োজকদের।
একটি সূত্রে জানা যায়, স্যান্ডি সিং নামে একজন ভারতীয় ক্রিকেটার টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে খেলার জন্য আবু ধাবিতে গিয়েছিলেন কিন্তু তার কোনো ম্যাচে খেলা হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট থেকে প্রতিটি দলের ক্রিকেটারদের টুর্নামেন্ট শুরুতেই সন্দেহজনক কার্যকলাপে জড়িত লোকদের থেকে দূরে থাকতে বলা হয়েছিল। তবে স্যান্ডি তা মানেননি বলে।
দুর্নীতি দমন ইউনিটের সন্দেহ হয় স্যান্ডি সিংহের কার্যকলাপে। তার ব্যাটে স্পন্সর রয়েছে। তবে এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি টি-টেন ক্রিকেটের আয়োজকরা।
টি-টেন টুর্নামেন্টে আটটি দল- টিম আবুধাবি, মারাঠা আরাবিয়ান্স, বাংলা টাইগার্স, ডেকান গ্ল্যাডিয়েটর্স, কালান্দার্স, দিল্লি বুলস, নর্দার্ন ওয়ারিয়র্স ও পুনে ডেভিলস অংশ নিচ্ছে।