spot_img

প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশর সংগ্রহ ২৪২

অবশ্যই পরুন

ব্যাট ও প্যাডের মাঝে ফাঁকা জায়গা রেখে নিজের বিপদ ডেকে আনেন তামিম ইকবাল। ভুল বোঝাবুঝির শিকার হয়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। রিভিউ না নেওয়ায় সাঝঘরে ফিরতে হয় হাফ সেঞ্চুরি করা সাদমান ইসলামকে। অধিনায়ক মুমিনুল হক যেভাবে জন ক্যাম্পবেলের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন, সেটাও টেস্ট ক্রিকেটে বেমানান দৃশ্য।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন আত্মাহুতির মিছিলে যোগ দিয়েছিলেন। উইকেট বিলিয়ে না এলে প্রথম দিন শেষে ২৪২ রানের পাশে ৫ উইকেট না থেকে অন্য সংখ্যাও বসতে পারতো। তবু স্বস্তি যে শেষ সেশনে হাল ধরে দলকে পথ দেখিয়ে প্রথম দিন পার করেছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস।

এই দুই ব্যাটসম্যানের ব্যাটে প্রথম ইনিংসে অন্তত সাড়ে তিন’শ পেরনো স্কোরে চোখ এখন বাংলাদেশের। মুশফিকুর রহিমের সঙ্গে অনেকটা পথ পাড়ি দেওয়া সাকিব ৪৯ রানের জুটি গড়েছেন লিটনের সঙ্গে। প্রথম দিন শেষে সাকিব ৩৯ রানে অপরাজিত আছেন, লিটন অপরাজিত ৪৩ রানে।

উইন্ডিজের দুই পেসার কেমার রোচ ও শ্যানন গ্রাব্রিয়েলের পাশাপাশি স্পিনার রাকিম কর্নওয়ালকে নিয়ে বেশি সতর্ক ছিল বাংলাদেশ। কিন্তু এই তিনজন বাংলাদেশকে সেভাবে ভোগাতে পারেননি। জোমেল ওয়ারিক্যান ফাঁদে ফেলেছেন সাদমান, মুমিনুল, মুশফিকদের। বাঁহাতি এই স্পিনারের শিকার ৩ উইকেট।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দলকে উড়ন্ত সূচনার ইঙ্গিত দিয়েছিলেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। ইনিংসের প্রথম বলেই কেমার রোচকে চার মারেন সাদমান। চারে শুরুর হওয়ার ইনিংসের পরের গল্প অবশ্য মধুর নয়। দলীয় ২৩ রানেই থামতে হয় তামিমকে।

কেমার রোচের ভেতরের দিকে ঢোকা ডেলিভারিটি ঠিকভাবে খেলতে পারেননি বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার। উইন্ডিজ পেসারের দারুণ ডেলিভারিটি তামিমের ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে গিয়ে স্টাম্পে আঘাত করে। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুমিনুল হকের দল।

যদিও এই চাপ কাটিয়ে উঠতে সময় নেননি সাদমান ও নাজমুল হোসেন শান্ত। সাবলীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন এই দুজন। তাদের ৪৩ রানের জুটিটি ভাঙে ভুল বোঝাবুঝিতে। দলীয় ৬৫ রানে একটি শট খেলে প্রথম রান পূর্ণ করে দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করেন ২০১৯ সালে নভেম্বরের পর টেস্ট খেলতে নামা সাদমান।

শান্ত পরে সাড়া দিয়ে আর রান পূর্ণ করতে পারেননি। রান আউট হয়ে ফেরার আগে বাঁহাতি এই ব্যাটসম্যান করেন ২৫ রান। পরের জুটিটা সাদমান ও অধিনায়ক মুমিনুল হকের। শুরুতে মুমিনুলের ব্যাটিংয়ে জড়তা থাকলেও তা কাটিয়ে ওঠেন তিনি। কিন্তু সাদমানের সঙ্গে ৫৩ রানের জুটি গড়ার পর নিজের উইকেটটি বিলিয়ে দিয়ে আসেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ওয়ারিক্যানের স্টাম্প বরাবর করা একটি ডেলিভারিতে লফটেড ড্রাইভ খেলতে গিয়ে শর্ট মিড-উইকেটে ক্যাম্পবেলের হাতে ধরা পড়েন ২৬ রান করা মুমিনুল। এরপর দিনের সবচেয়ে বড় হতাশার দৃশ্যটি দেখা যায়। স্টাম্প মিস করা ডেলিভারিতে জোরালো আবেদনে সাদমানকে ফেরান ওয়ারিক্যান।

টিভি রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পেরও বেশ বাইরে দিয়ে বলটি চলে যাচ্ছে। নন স্ট্রাইকে থাকা মুশফিকুর রহিমের দৃষ্টি আকর্ষণ করলেও সাদমানকে রিভিউ নেওয়ার পরামর্শ দেননি তিনি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরিটি ৫৯ রানে থামাতে হয় বাংলাদেশ ওপেনারকে।

এরপর মুশফিকের সঙ্গে যোগ দেন নিষেধাজ্ঞার পর প্রথম টেস্ট খেলতে নামা সাকিব আল হাসান। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। দলীয় ১৯৩ রানে গিয়ে দিক হারান মুশফিক। ওয়ারিক্যানের করা বাঁক খেয়ে বেরিয়ে যাওয়া একটি ডেলিভারিতে ব্যাট চালিয়ে স্লিপে কর্নওয়ালের হাতে ধরা পড়েন মুশফিক। এরআগে ৬টি চারে ৩৮ রান করেন তিনি।

দিনের বাকিটা সময়ে আর বিপদে পড়তে হয়নি বাংলাদেশকে। সাকিব ও লিটন মিলে দিনের বাকি থাকা ১৫.৪ ওভার ব্যাটিং করেন। ওয়ারিক্যান ২৪ ওভারে ৫৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। কেমার রোচ পেয়েছেন একটি উইকেট।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ