ভেজাল মদপানে মৃত্যুর ঘটনায় হোমিও হলের মালিকসহ গ্রেপ্তার ৫

অবশ্যই পরুন

বগুড়ায় ভেজাল মদপানে বিষাক্রিয়ায় ১০ জনের মৃত্যুর ঘটনায় রাতভর অভিযান চালিয়েছে পুলিশ।

প্রধান আসামি পারুল হোমিও হলের মালিক মোহাম্মদ নুরুন্নবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট ৫ জনকে গ্রেপ্তার করা হলো।

এছাড়াও গতকাল আরও চার হোমিও ব্যবসায়িকে গ্রেপ্তার করে পুলিশ। অবৈধভাবে রেক্টিফাইড স্পিরিট মজুদের দায়ে আরো চার হোমিওপ্যাথি ব্যবসায়িকে গ্রেপ্তার করে পুলিশ।

রবিবার রাতে শহরের পুরান বগুড়ায় হরিজন সম্প্রদায়ের এক বিয়ের অনুষ্ঠানে স্থানীয় খান হোমিও হল থেকে কেনা মদপানে এক পরিবারের তিন সদস্যের মৃত্যুর খবর আসে। পরে শহরের কাটনারপাড়া, ফুলবাড়ি, শীববাটি, ভবেরনহাটেও পারুল হোমিও হল ও পুনম হোমিও ল্যাবরেটরি থেকে কেনা মদপানে মৃত্যু হয় আরো ৫ জনের।

সবশেষ মঙ্গলবার রাতে জেলার শাজাহানপুর উপজেলায় আরো দু’জনের মৃত্যু হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন। শহরের ফুলবাড়ি এলাকার অসুস্থ দেলোয়ার হোসেন রঞ্জুর ভাই মঙ্গলবার বিকেলে সদর থানায় তিন হোমিও হলের মালিকের বিরুদ্ধে মামলা করেন।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে জাতিগত সহিংসতায় ৩ দিনে নিহত ৮২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তিন দিনের রক্তক্ষয়ী জাতিগত সহিংসতায় কমপক্ষে ৮২ জন নিহত এবং আরো ১৫৬ জন আহত হয়েছে। রোববার (২৪ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ