অবশেষে ফিলিস্তিনে শুরু হলো করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি। মঙ্গলবার ইসরায়েলের পাঠানো মাত্র ৫ হাজার ডোজ ভ্যাকসিন দিয়ে শুরু হয় এ কার্যক্রম।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি সপ্তাহেই হাতে আসবে উপহার হিসেবে পাঠানো রাশিয়ার ৫ হাজার ডোজ ‘স্পুটনিক- ফাইভ’ ভ্যাকসিন। টিকাপ্রাপ্তির ক্ষেত্রে পশ্চিমতীর, গাজা উপত্যকা ও জেরুজালেমের ফ্রন্টলাইনার্সরা পাচ্ছেন অগ্রাধিকার। এ শহরগুলোয় ৪০ লাখ ৫০ হাজারের ওপর ফিলিস্তিনির বসবাস। মার্চ নাগাদ পুরো জনসংখ্যার মধ্যে ভ্যাকসিন বণ্টন সম্ভব হবে- এমনটা প্রত্যাশা ফিলিস্তিনি কর্তৃপক্ষের।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় মধ্য ফেব্রুয়ারিতেই ফাইজার-বায়োএনটেকের সাড়ে ৩৭ হাজার এবং অ্যাস্ট্রাজেনেকার চার লাখ ৫ হাজারের বেশি টিকার ডোজ পাবে ফিলিস্তিন।