spot_img

সাদা পোশাকে রঙিন হওয়ার মিশন অপেক্ষায় টাইগাররা

অবশ্যই পরুন

ওয়ানডেতে শতভাগ সাফল্য। সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা গেছে। এবার শুরুর অপেক্ষায় লাল বলের টেস্ট লড়াই। আজ বুধবার থেকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা।

টেস্ট সিরিজের আগে বাংলাদেশের হেড কোচ ডমিঙ্গোর কণ্ঠে উঠে এলো তাদের প্রচেষ্টা, চাওয়া, ভাবনা আর সামগ্রিক বাস্তবতা। তিনি বলেন, ‘আমাদের বেশ কয়েকজন দারুণ পেসার উঠে আসছে। তাসকিন ভালো গতিতে বোলিং করছে, হাসান মাহমুদ রোমাঞ্চকর। ইবাদত ও রাহি (আবু জায়েদ) সত্যিই দারুণ করছে। খালেদও আছে দৃশ্যপটে। কিন্তু চট্টগ্রামের উইকেট দেখে মনে হচ্ছে, পেস বোলাররা এখানে খুব একটা হুমকি হয়ে উঠবে না। দুর্ভাগ্যজনক, কিন্তু উইকেটের ধরনই এটি। আমাদের নিশ্চিত করতে হবে যেন নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলতে পারি।’

অপরদিকে, ক্যারিবীয় কোচ সিমন্স প্রথম টেস্টের আগে জানান, ‘আমার মনে হয় না, টেস্ট খেলার ভেতরে থাকাটা এখানে আমাদের এগিয়ে রাখবে। আমার মনে হয়, দেশের মাটিতে যার বিপক্ষেই খেলুক, বাংলাদেশ সব সময় একটু এগিয়ে থাকবে, এমনকি যদি এক বছর ক্রিকেট নাও খেলে। দেশের মাটিতে ওরা খুব শক্তিশালী দল।’

টেস্টে দুই দল মুখোমুখি হয়েছে ১৬ ম্যাচে, যেখানে ১০ জয় নিয়ে বেশ এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ১০ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৪ ম্যাচে, বাকি ২ ম্যাচ ড্র হয়েছে। দেশে ও দেশের বাহিরে সমান ৮ বার করে মুখোমুখি হয়েছে দুই দল, ফলাফলও একই; ওয়েস্ট ইন্ডিজের জয় ৫টিতে; ২টিতে জয় বাংলাদেশের, ১টি করে ম্যাচ হয়েছে ড্র।

দুই দলের মুখোমুখি হওয়া ১০টি করে ম্যাচ খেলে দুই দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল ও বাংলাদেশের তামিম ইকবাল। ১৪৯.৫০ গড়ে চন্দরপলের রান ৮৯৭; তামিমের রান ৭৫০, গড় ৩৭.৫০। খুব একটা পিছিয়ে নেই সাকিব আল হাসানও, ১০ ম্যাচে ৪৩.৮২ গড়ে ৭৪৫ রান করেছেন তিনি।

দুই দলের বর্তমান স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে ৫০০ বা তার বেশি রান আছে ক্রেইগ ব্রাথওয়েট (৬৬৮) ও মুশফিকুর রহিমের (৬৫৮)। ১০ ম্যাচে ৪৬ উইকেট নিয়ে দুই দলের মধ্যে সর্বোচ্চ উইকেট সাকিব আল হাসানের, ওয়েস্ট ইন্ডিজ পেসার কেমার রোচ ৮ ম্যাচ খেলে ৩৩ উইকেট নিয়ে দলটির সেরা বোলার।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে পয়া ভেন্যুই বলা যায় টাইগারদের জন্য, এই মাঠে ১৯টি টেস্ট খেলে ২টি জয় পেয়েছে বাংলাদেশ, ১০ হারের বিপরীতে ড্র হয়েছে ৬ ম্যাচে; কোন নির্দিষ্ট ভেন্যুতে সবচেয়ে বেশি ড্র এটিই। এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের রেকর্ড নেই বাংলাদেশের। লাকি গ্রাউন্ডে তাই আত্মবিশ্বাসী বাংলাদেশ।

বাংলাদেশ দল :

মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মাদ মিঠুন, নাঈম হাসান, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, সাদমান ইসলাম, তাইজল ইসলাম, তাসকিন আহমেদ ও ইয়াসির আলি।

ওয়েস্ট ইন্ডিজ দল :

ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জারমিন ব্লাকউড, এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জসুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ের্স, শায়নি মোসলে, বিরাশামি পারমাউল, রেমন রেইফার, কেমার রোচ ও জ জমেল ওয়ারিকান।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

অস্ট্রেলিয়ার সরকার পরিকল্পনা করেছে, ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের এক্স, টিকটক, ফেসবুক ও ইন্সটাগ্রাম-সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ