spot_img

চীনা ও রুশ ভ্যাকসিন ব্যবহার করতে পারে জার্মানি

অবশ্যই পরুন

সরবরাহ ঘাটতি কমাতে রাশিয়া ও চীনের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ব্যবহারের কথা বিবেচনা করছে জার্মানি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এসব ভ্যাকসিন যদি ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন পায় তাহলে প্রয়োগ করা উচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

করোনাভাইরাস মোকাবিলা ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে গত ২৭ ডিসেম্বর থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। সেখানে ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে। কিন্তু সম্প্রতি উৎপাদন কমে যাওয়ার কথা বলে ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা উভয়ই ইউরোপে প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহ করা সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছে।টিকা সরবরাহে বিলম্বের কারণে ইউরোপের দেশগুলো তাদের পরিকল্পনা ‍অনুযায়ী টিকাদান কার্যক্রম চালিয়ে যেতে পারবে না। এ নিয়ে বিরোধের জেরেই ইইউ সদস্যদেশগুলোতে উৎপাদিত টিকা রফতানিতে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেয়। জার্মানি অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের হুমকিও দেয়। বিতর্কের মুখে রবি ও সোমবার অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজার-বায়োএনটেক অতিরিক্ত ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

ভ্যাকসিন প্রস্তুতকারীদের সঙ্গে জরুরি বৈঠকের আগে জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান জানান, যদি কোনও টিকা কার্যকর ও নিরাপদ বলে বিবেচনা করা হয় তাহলে কোন দেশে উৎপন্ন হয়েছে তা মাথায় নেওয়া উচিত হবে না। তাহলে এটি কাজে লাগবে।

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এই বৈঠকে সভাপতিত্ব করবেন। মাত্র ২০ লাখ মানুষকে ভ্যাকসিন প্রয়োগের ফলে সমালোচনার মুখে রয়েছেন তিনি। অথচ যুক্তরাজ্য ১ কোটির বেশি মানুষকে টিকা দিয়েছে। যদিও দ্বিতীয় ডোজ প্রয়োগে ব্রিটেনের চেয়ে এগিয়ে আছে জার্মানি।

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ