spot_img

মিলান ডার্বিতে লুকাকু-ইব্রার সংঘর্ষের ঘটনা নিয়ে তদন্ত

অবশ্যই পরুন

গত সপ্তাহে মিলান ডার্বিতে জ্লাতান ইব্রাহিমোভিচ ও রোমেলু লুকাকুর মধ্যকার সংঘর্ষের ঘটনা নিয়ে তদন্ত করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

ম্যানচেস্টার ইউনাইটেডের দুই সাবেক সতীর্থ বিবাদে জড়িয়ে পড়লে দুজনকেই হলুদ কার্ড দেওয়া হয়। বিরতির সময় টানেলের মধ্যেও সেই উত্তাপের আঁচ ছিল।

গত মঙ্গলবার ইতালিয়ান কাপ কোয়ার্টার ফাইনাল চলাকালে দুজনকে শাস্তি দেওয়া রেফারি পাওলো ভালেরিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন প্রসিকিউটর জিউসেপ্পে চিন।

এসি মিলান এগিয়ে যাওয়ার পর বিরতির আগে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সুইডিশ ফরোয়ার্ডের সঙ্গে হাতাহাতি করতে উদ্যত হলে সতীর্থরা সরিয়ে নেন লুকাকুকে। প্রথমার্ধে মিলানকে এগিয়ে নেওয়া ইব্রা বিরতির পর আলেক্সান্দার কোলারোভকে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

দ্বিতীয়ার্ধে লুকাকু ও ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে ২-১ এ সেমিফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান। ওই ঘটনায় এক ম্যাচ করে নিষিদ্ধ হয়েছেন লুকাকু ও ইব্রা।

তাতে করে লুকাকু মঙ্গলবার জুভেন্টাসের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগ খেলতে পারবেন না। আর প্রতিযোগিতায় ইব্রা তার পরের ম্যাচে দর্শকের ভূমিকায় থাকবেন। বাকবিতণ্ডার সময় সুইডিশ ফরোয়ার্ড কোনও ধরনের বর্ণবিদ্বেষী শব্দ ব্যবহারের কথা অস্বীকার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘জ্লাতানের অভিধানে বর্ণবাদের কোনও জায়গা নেই।’

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ