spot_img

ডট বল করে বাংলাদেশ দলকে চাপে ফেলতে চায় উইন্ডিজ

অবশ্যই পরুন

আগামী ৩ অক্টোবর থেকে টেস্ট সিরিজে অবতীর্ন হওয়ার আগে তিনদিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তিনদিনের এই ম্যাচটি ড্র’-এ নিষ্পত্তি হয়েছে।

তবে ব্যাটিং বোলিংয়ে বিসিবি একাদশের উপর কর্তৃত্ব বিস্তার করায় এই অনুশীলন ম্যাচ থেকে পেয়েছে টনিক সফরকারী দল।

এমনটাই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট-‘আমি খুব খুশি। আমি মনে করি,ছেলেরা একটা ধাক্কা দিতে পেরেছে। ব্যাটসম্যানরা দুইবার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে। বেশ ক’জন ভাল স্কোর করেছে। দ্বিতীয় ইনিংসে আমরা ২৯ ওভার বোলিং করার সুযোগ পেয়েছি। ফাস্ট বোলার এবং স্পিনাররা এই ২৯ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছে। তাই আমি যথেস্ট খুশি। আমরা প্রথম ইনিংসে ১০ উইকেট পেয়েছি, যা ছিল দারুণ। এখন আমি মনে করি, ছেলেরা খেলার জন্য প্রস্তুত।’

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন ম্যাচে শ্লো উইকেট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, একই ধরনের  উইকেটই টেস্টে প্রত্যাশা করছেন ব্রাথওয়েট-‘আমি মনে করছি, একই কন্ডিশন পাব। পিচ থেকে তেমন বাউন্স পাওয়া যাবে না। এখানকার উইকেট শ্লো এবং লো হবে। আমি মনে করি, প্র্যকাটিস ম্যাচে আমরা সব কিছুই করেছি।’

৬ফুট ৫ ইঞ্চি উচ্চতা এবং ১৪৩ কেজি ওজনের দৈত্যাকৃতির অফ স্পিনার রাখিম কর্নওয়েল প্রথম ইনিংসে পেয়েছেন ৫ উইকেট। তার বোলিংয়ে অভিভুত ব্রাথওয়েট- ‘আমি খুব অভিভুত হয়েছি। সে দারুন বল করেছে। ডট বল দিয়ে যথেষ্ট চাপ তৈরি করেছে। আমি রাখিমের সামর্থ সম্পর্কে অবগত। আমি তার কোয়ালিটি সম্পর্কে জানি। এই কন্ডিশনে তাকে এভাবে দেখতে পারাটা দারুন। ‘

টেস্টেও একই কৌশলে বোলিংয়ের পক্ষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক-‘বোলিং ইউনিট হিসেবে আমাদেরকে পরিকল্পনার ব্যাপারে কঠোর থাকতে হবে। ডট বল দিয়ে চাপে ফেলতে হবে। তাহলে এমনিতেই উইকেট পাওয়া যাবে।’

ব্যাটসম্যানদের উপর বিশ্বাস রাখতে চান তিনি- ‘তাদের পরিকল্পনার ব্যাপারে বিশ্বস্ত থাকতে হবে। কেউ কেউ ভাল স্কোর করতে পারেনি। তারপরও আমরা যেভাবে স্কোর করেছি,সেই পরিকল্পনার  উপর বিশ্বাস রাখতে হবে। বোনার যেভাবে স্কোর করেছে,তা দেখে ভাল লাগছে। উভয় ইনিংসে জন ভাল ব্যাট করেছে। আমি কারো একার নাম উল্লেখ করতে চাই না। ব্যাটসম্যানরা যেভাবে রান করেছে,তাতে আমি খুশি। তারা আত্মবিশ্বাসী। আমরা এখান থেকে উপভোগ করতে চাই।’

কেউ সেট হলে তার কাছে সেঞ্চুরির প্রত্যাশা করছেন ব্রাথওয়েট- ব্যাটসম্যান হিসেবে আমি আমাকে সহ বলছি, এই ম্যাচে আমি ফিফটি করেছি,তবে এটাকে বড় করতে পারিনি। যদি কোন ব্যাটসম্যান সেট হয়,তাহলে তাকে তিন অংকে পৌছুঁতে হবে। তাহলেই বড় টোটাল পাব।’

নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে হবে। সে প্রস্তুতিটা নিয়ে রেখেছেন ব্রাথওয়েট-

‘আমি দলকে নেতৃত্ব দিতে মুখিয়ে আছি। অবশ্যই জেসন নেই এখানে। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আমার কাজ প্রথম বল ফেস করা। তারপর মাঠে ফিল্ডিংয়ে নেমে সিদ্ধান্ত নেয়া। তারপর আমি ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করার দিকে তাকিয়ে আছি। আমি জানি ছেলেরা এই সিরিজে ভাল করবে।’

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ