২০২২ সালে অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন। সে নির্বাচনে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মেরি লা পেন। চরম ডানপন্থি এই প্রেসিডেন্ট প্রার্থী জনসম্মুখে মুসলিম নারীদের হিজাব পরা নিষিদ্ধ করার প্রস্তাব করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।
প্রতিবেদন বলা হয়, ফ্রান্সের রাজনীতিতে সুপরিচিত মুখ লা পেন বিগত নির্বাচনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টক্কর দিয়েছিলেন। শুক্রবার (২৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই প্রেসিডেন্ট প্রার্থী দেশটির জনসম্মুখে হিজাব নিষিদ্ধ করার প্রস্তাব দেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি হেড স্কার্ফ একটি ইসলামি পোশাক। প্রস্তাবিত আইনে ‘ইসলামি মতাদর্শ’ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লা পেনের এই প্রস্তাবকে তাৎক্ষণিকভাবে চ্যালেঞ্জ জানাবে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং অধিকার কর্মী। আর এটা নিশ্চিতভাবেই অসাংবিধানিক হিসেবে বাতিল হয়ে যাবে।