বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার দেশটির শাসক ও প্রধানমন্ত্রী শেইখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এই ঘোষণা দিয়েছেন।
অবশ্য নতুন পাসপোর্টধারীরা সরকারি জনকল্যাণ ব্যবস্থার সুবিধা পাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। প্রতি বছর শিক্ষা, স্বাস্থ্যসেবা, গৃহঋণ ও অনুদানে শত শত কোটি ডলার ব্যয় করে আমিরাত।
শেইখ মোহাম্মদ বিন রাশিদ বলেছেন, ‘বিনিয়োগকারী, বিশেষ মেধার অধিকারী ও বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও তাদের পরিবারের সদস্যসহ পেশাজীবীরা’ সংশোধিত নতুন নাগরিকত্ব আইনে আবেদনের সুযোগ পাবেন।
তিনি বলেছেন, ‘প্রত্যেক শ্রেণিতে সংযুক্ত সুস্পষ্ট মানদণ্ড অনুযায়ী যোগ্যদের নাগরিকত্বের জন্য নির্বাচন করতে পারবে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা, স্থানীয় শাহি আদালত ও নির্বাহী কাউন্সিলগুলো। আইনে আমিরাতের পাসপোর্ট গ্রহীতাদের তাদের বিদ্যমান নাগরিকত্ব বহাল রাখার সুযোগও দেওয়া হয়েছে।’