spot_img

জনসন এন্ড জনসনের ভ্যাকসিন এক ডোজই ৬৬% কার্যকর!

অবশ্যই পরুন

বেলজিয়ান কোম্পানি জানসিনের ডেভেলপ করা করোনাভাইরাসের ভ্যাকসিনটি ৬৬ শতাংশ পর্যন্ত কার্যকর বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাকসিনটির আন্তর্জাতিক ট্রায়ালে দেখা গেছে মাত্র এক ডোজেই অন্যান্য ভ্যাকসিনের চেয়ে ভালো কার্যকারিতা দিচ্ছে এটি।

যুক্তরাজ্য ইতোমধ্যেই ভ্যাকসিনটির ৩ কোটি ডোজ অর্ডার করে দিয়েছে।

ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভাভ্যাক্স এর ভ্যাকসিন ৮৯ শতাংশ কার্যকর; এমন তথ্য প্রতিষ্ঠানটি কর্তৃক জানানোর পরপরই বিশ্ববিখ্যাত কোম্পানি জনসন এন্ড জনসনের ফার্মাসিউটিক্যাল শাখা জানসেন নিজেদের ভ্যাকসিন সম্পর্কে এমন তথ্য জানাল।

জানসেন বলছে, ভ্যাকসিনটির দুটি ডোজ নিলে সেটি আরও কার্যকর হবে কিনা এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলবে কিনা সেটি নিয়ে গবেষণা করছেন তারা।

জনসন অ্যান্ড জনসনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পল স্টোফেলস এক বিবৃতিতে বলেন, উল্লিখিত মাত্রার প্রতিরোধ ‘কোভিড-১৯ এর মারাত্মক ও প্রাণঘাতী পরিণতি থেকে কোটি মানুষকে সম্ভাব্য প্রতিরক্ষা’ দেবে।

এই টিকার জরুরি প্রয়োগের জন্য অনুমোদন চেয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে আবেদন করার পরিকল্পনা করেছে কোম্পানিটি।

সর্বশেষ সংবাদ

১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা

জনসাধারণের দৈনন্দিন স্বাভাবিক লেনদেনের স্বার্থে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ন্যূনতম নির্দিষ্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ