তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে ফোনে কথা বলেছেন টেসলা ও স্পেসএক্স-এর মালিক এলন মাস্ক।
বুধবার (২৭ জানুয়ারি) তুরস্কের যোগাযোগ অধিদফতর জানিয়েছে, এ ফোনালাপে মূলত মহাকাশ প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়ে কথা বলেছেন এরদোয়ান-মাস্ক।
তুর্কি সরকারের যোগাযোগ অধিদফতর জানিয়েছে, মহাকাশ প্রযুক্তি খাতে তুরস্কের সরকারি ও বেসরকারি খাত কিভাবে এলন মাস্কের প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে; ফোনালাপে সে বিষয়ে কথা হয়েছে।
গত কয়েক বছর ধরেই বৈজ্ঞানিক ও গবেষণা ও খনিজ সম্পদ অনুসন্ধানে জোর দিয়েছে তুরস্ক। অন্যদিকে রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলন মাস্ক বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫০০ কোটি (১৮৫ বিলিয়ন) ডলার। গত বছরের শীর্ষ ধনী অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজসকে সরিয়ে এই স্থান দখল করেন তিনি। টেসলার ইলেক্ট্রিক কারের ক্রমবর্ধমান চাহিদাই মূলত তাকে বিশ্বের শীর্ষ ধনীতে পরিণত করেছে। এখন মহাকাশ প্রযুক্তি খাতে তার প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চায় তুরস্ক।
মূলত এ নিয়ে আলোচনার জন্যই তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন তিনি। সূত্র : ইয়েনি সাফাক, আনাদোলু