spot_img

নতুন করোনা শনাক্তের কিট আবিস্কার করলো রাশিয়া

অবশ্যই পরুন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন রূপ। যেটি সাধারণ করোনার চেয়ে অনেক বেশি সংক্রামক ও প্রাণঘাতী। অবশ্য এ পর্যন্ত আবিস্কৃত টিকাগুলো নতুন করোনার বিরুদ্ধেও কার্যকর।

তবে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সুখবর দিয়েছে রাশিয়া। তারা নতুন করোনা শনাক্তের কিট আবিস্কার করেছে। এমনটাই জানিয়েছেন দেশটির স্বাস্থ্যসেবা ওয়াচডগ প্রধান আন্না পেপোভা।

তিনি রাশিয়ার টেলিভিশন চ্যানেলগুলোতে বলেছেন যে, তাদের আবিস্কৃত নতুন করোনা শনাক্তের কিটটি খুবই সহজে ব্যবহারযোগ্য এবং সেটি মাত্র ৪০ মিনিটের মধ্যে কার্যকরভাবে নতুন করোনা শনাক্ত করতে সক্ষম। শিগগিরই এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে তারা।

রাশিয়ায় গেল ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৩৮ জন নতুন করে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫৭৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট ৩৮ লাখ করোনার রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৭৬ হাজার ৬৫১ জন।

সর্বশেষ সংবাদ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ