spot_img

ইন্দোনেশিয়া থেকে ‘কয়েক শ’ রোহিঙ্গা নিখোঁজ

অবশ্যই পরুন

ইন্দোনেশিয়ার একটি ক্যাম্পে থাকা কয়েক শ রোহিঙ্গার খোঁজ মিলছে না বলে জানিয়েছে এএফপি। শরণার্থীশিবিরটির কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, কমপক্ষে ৩০০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এএফপি বলছে, এই রোহিঙ্গারা অবৈধভাবে মালয়েশিয়ায় পালিয়ে গিয়ে থাকতে পারেন।

প্রতিবেদনে বলা হয়েছে, লোকসুমাওয়ে ক্যাম্পে এখন ১১২ জন রোহিঙ্গা আছেন। এখানে প্রায় ৪০০ রোহিঙ্গা ছিলেন। গত বছর জুন-সেপ্টেম্বরে তারা ইন্দোনেশিয়ায় আশ্রয় পান।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৭ সেপ্টেম্বর প্রায় ৩০০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তারা ছয় মাস আগে ‘বাংলাদেশ থেকে’ মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বলে ওই সময় দাবি করেন দেশটির কর্মকর্তারা। কিন্তু ঢুকতে না পেরে কাঠের নৌকায় সাগরেই ভাসতে থাকেন।

পরে স্থানীয় এক জেলে মাছ ধরার সময় উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে রোহিঙ্গাদের দেখতে পান। তিনি উজং ব্ল্যাং সৈকতে তাদের নিয়ে আসেন।

স্থানীয় কর্তৃপক্ষ কিংবা জাতিসংঘ কেউই তাদের সন্ধান দিতে পারছেন না।

স্থানীয় রোহিঙ্গা টাস্কফোর্সের সদস্য রিদওয়ান জলিল বলছেন, ‘আমরা এখনো জানি না, তারা কোথায় গেছে। এদের টার্গেট আসলে মালয়েশিয়া যাওয়া। সুযোগ পেলে সেই উদ্দেশ্যে পালাচ্ছে।’

ইন্দোনেশিয়ার অনেক পাচারকারী তাদের নিয়ে যাচ্ছে বলে অভিযোগ আছে। এদের মধ্যে থেকে ১৮ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ