spot_img

সোনা চোরাচালান মামলায় তিনজনের কারাদণ্ড

অবশ্যই পরুন

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তিন সোনা চালানীর ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন- আবু সালেহ, আনোয়ারুল আহসান ও আক্তারুজ্জামান।

ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামিদের প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। আদালত রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা ইস্যু করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

প্রসঙ্গত, ২০১৮ সালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬২ কেজি স্বর্ণের বারসহ এই তিন আসামিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করা হয়।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ