spot_img

টানা তৃতীয়বার সেরা করদাতা হয়ে যা বললেন শাকিব

অবশ্যই পরুন

সেরা করদাতা হিসেবে ২০১৯-২০ অর্থবছরে ব্যক্তি, কোম্পানি এবং অন্যান্য ১২  ক্যাটাগরিতে ১৪১টি ট্যাক্স কার্ড দিতে যাচ্ছে। এর মধ্যে অভিনয়শিল্পী বিভাগে সেরা করদাতার তালিকায় রয়েছেন ঢালিউড অভিনেতা শাকিব খান।

এর আগেও দুইবার (২০১৬-১৭ এবং ২০১৮-২০১৯ অর্থবছর) সেরা করদাতা হিসেবে এই সম্মাননা পেয়েছিলেন শাকিব। এবার নিয়ে টানা তৃতীয়বারের মতো তাকে এই স্বীকৃতি দেয়া হচ্ছে।

তৃতীয়বারের মতো সেরা করদাতার তালিকায় নিজের নাম দেখে শাকিব খান বলেছেন, দেশের স্বার্থে ও সচেতন নাগরিক হিসেবে কর দেয়া দায়িত্ববোধের পরিচয়। যারা করের আওতাভুক্ত, তাদের অবশ্যই কর দেয়া উচিত।

গত দুইবার শুটিংয়ের কাজে দেশের বাইরে থাকায় সশরীরে উপস্থিত হয়ে ট্যাক্সকার্ড নিতে পারেননি শাকিব খান। এবার তিনি সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং নিজের হাতে ট্যাক্সকার্ড নেবেন।

এ বিষয়ে শাকিব বলেছেন, এবার অবশ্যই অনুষ্ঠানে উপস্থিত থাকব। নিজ হাতে ট্যাক্সকার্ড গ্রহণ করব। কারণ, এটাও এক ধরনের অর্জন বা স্বীকৃতি।

উল্লেখ্য, ট্যাক্সকার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। তাদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার। পাশাপাশি কার্ডধারী নিজে ও তার স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ