spot_img

বৈরিতা ছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধান চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো সাথে বৈরিতা সৃষ্টি না করে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চায় বাংলাদেশ।

বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে ‘ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ কোর্সের গ্রাজুয়েশন সমাপনী অনুষ্ঠান’-এ তিনি বলেন, ‘সমরজ্ঞান ও দক্ষতা দিয়ে দেশকে স্থিতিশীর ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে গ্রাজুয়েটরা।’

জ কোর্স থেকে সেনাবাহিনীর ১২৭ জন, নৌবাহিনীর ৩২ জন, বিমানবাহিনীর ২৩ জন এবং ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বন্ধুপ্রতীম দেশসহ মোট ২২৫ জন গ্রাজুয়েশন সম্পন্ন করে।

মিরপুর সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোর্স সম্পন্নকারীদের অভিনন্দন জানান।

‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’- এই পররাষ্ট্রনীতি নিয়েই বাংলাদেশ এগিয়ে চলছে বলে জানান প্রধানমন্ত্রী।

করোনা ভাইরাসের ভ্যাকসিন আসায় স্বাস্থ্যসুরক্ষা বাড়বে উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত থাকার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু-গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনিদের স্বাগত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এবার তা দ্রুত...

এই বিভাগের অন্যান্য সংবাদ