spot_img

করোনা নিয়ন্ত্রণে রোবট ব্যবহারের উদ্যোগ হংকংয়ের

অবশ্যই পরুন

করোনাভাইরাস নিয়ন্ত্রণে রোবট ব্যবহারের উদ্যোগ নিয়েছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যান্সন রোবটিক্স। হিউমেনয়েড রোবট সোফিয়া তৈরি করে সাড়া জাগানো প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২১ সালের মধ্যেই তারা এমন কিছু রোবট বাজারে আনবে, যেগুলো মানুষের মতোই স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।

২০১৬ সালে রোবোটিক দুনিয়ায় সাড়া ফেলেছিল সোফিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটটি মানুষের অনুকরণ করতে পারায় তাকে নিয়ে বিশ্বজুড়ে হয়েছিল ব্যাপক আলোচনা।

এবার করোনা মহামারির সময়ে সোফিয়ার মতো রোবট স্বাস্থ্য খাতে ব্যবহারের কথা ভাবছে এর নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের আশা চলতি বছরই কয়েকশ’ মানবিক বুদ্ধিসম্পন্ন রোবট প্রস্তুত করা হবে, যেগুলো অসুস্থ ও বয়স্ক মানুষদের সেবা করতে পারবে।

হ্যান্সন রোবটিক্স প্রতিষ্ঠাতা ডেভিড হ্যানসন, প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবার জন্য আমরা ২০২১ সালেই বেশ কয়েকশ’ রোবট বাজারে আনতে যাচ্ছি। তবে পরবর্তীতে শিল্প এবং বিমান গ্রাহকদের সহায়তায়ও আমাদের রোবটগুলো কাজ করতে পারবে।

সম্প্রতি হংকংয়ে নিজের ল্যাব পরিদর্শন করে রোবট সোফিয়া, যেখানে তাকে তৈরী করা হয়েছিল। এসময় মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার প্রস্তুতির কথা জানায় সে।

রোবট সোফিয়ার বক্তব্য, আমার মতো সামাজিক রোবট বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবামূলক কাজ করতে পারে। থেরাপি দেওয়া এমনকি জটিল মুহূর্তেও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সক্ষম।

এর আগে করোনা মহামারি শুরুর পর, উৎপত্তিস্থল চীনের উহানের একটি হাসপাতালে স্বাস্থ্য সেবায় রোবট নিয়োগ করেছিল দেশটির রোবটিক্স প্রতিষ্ঠান ক্লাউড মাইন্ডস।

সর্বশেষ সংবাদ

সব ধর্মের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়তে চাই: সেনাপ্রধান

সব ধর্মের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়ার আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মেরুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ