করোনাভাইরাস মহামারিতে চাপে থাকা দেশগুলোর জন্য আরো বেশি ঋণ মওকুফের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনের চতুর্থ অধিবেশনে বক্তব্যকালে এ অনুরোধ জানান তিনি। সম্মেলনে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলো মহামারি থেকে পুনরুদ্ধার এবং ঋণ পরিশোধ বাধ্যবাধকতার ফাঁদে পড়েছে।
তিনি বলেন, পৃথিবী আজ একঝাঁক আন্তঃসম্পর্কিত স্বাস্থ্যগত ও অর্থনৈতিক সংকটে জড়িয়ে পড়েছে। যদিও করোনাভাইরাস ধনী-দরিদ্রের বৈষম্য দেখে না, তারপরও দুর্বল মানুষ ও দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, এখন উন্নত দেশগুলোতে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে মনে হচ্ছে, গোটা দক্ষিণাঞ্চল ভ্যাকসিনের আওতায় আনতে অনেক বেশি সময় লাগবে। মহামারি দীর্ঘস্থায়ী হওয়ায় টেকসই উন্নয়নও অধরা থাকবে।
এ সময় পাকিস্তানের মতো দেশগুলোর জন্য আরো বেশি ঋণ মওকুফের আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আরো বেশি কিছু করা দরকার। এর আগে, গত বছর উন্নয়নশীল দেশগুলোর ঋণ মওকুফে একটি বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানিয়েছিলেন ইমরান খান।
অবশ্য মহামারির আগে থেকেই বিভিন্ন দেশ ও সংস্থার কাছে বড় অংকের ঋণ রয়েছে পাকিস্তানের। বিদেশি ঋণের বোঝা কমাতে দেশটির সরকার সম্প্রতি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে স্বীকারও করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।