spot_img

মুলারের জোড়া গোলে বায়ার্নের বড় জয়

অবশ্যই পরুন

বুন্দেসলিগায় শীর্ষস্থান আরও মজবুত করেছে বায়ার্ন মিউনিখ। টমাস মুলারের জোড়া গোলে শালকেকে বড় ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ে টানা নবম শিরোপার পথে সাত পয়েন্টে এগিয়ে হান্স ফ্লিকের দল।

রোববার (২৪ জানুয়ারি) প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে জিতেছে বায়ার্ন। এদিন মুলারের জোড়া গোল ছাড়াও জালের দেখা পেলেন রবের্ত লেভানদোভস্কি ও ডাভিড আলাবা।

তবে প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল স্বাগতিকেরা। কিন্তু সাফল্য মেলেনি। দ্বিতীয়ার্ধে তাদের ব্যস্ত থাকতে হয়েছে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে।

ম্যাচের ৩৩তম মিনিটে সফরকারীদের এগিয়ে নেন মুলার। গোলমুখে ডিফেন্ডার জশুয়া কিমিচের দুর্দান্ত ক্রস পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন জার্মান এই ফরোয়ার্ড। এই ১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।

বিরতিতে থেকে ফিরে ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। কিমিচের থ্রু পাস পেয়ে ডি বক্সের ডান প্রান্ত থেকে জোড়ালো শটে আসরে নিজের ২৩তম গোলটি করেন পোলিশ স্ট্রাইকার।

৮৮তম মিনিটে মুলার নিজের দ্বিতীয় গোলটিও করেন কিমিচের ক্রস থেকে হেডে। দুই মিনিট পর ৩৫ গজেরও বেশি দূর থেকে বাঁ পায়ের শটে ব্যবধান ৪-০ করেন ডিফেন্ডার আলাবা।

১৮ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে বায়ার্নের পয়েন্ট ৪২। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ