spot_img

বিশ্বজুড়ে করোনায় একদিনে ১৬ হাজারের বেশি প্রাণহানি

অবশ্যই পরুন

বিশ্বজুড়ে আবারও একদিনে ১৬ হাজারের বেশি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। ফলে মহামারির বছরজুড়ে প্রাণহানি ২১ লাখ ১৫ হাজার। ২৪ ঘণ্টায় প্রায় ৭ লাখ নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত ৯ কোটি ৮৭ লাখের বেশি।

শুক্রবার শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন প্রায় চার হাজার মানুষ। দেশটিতে মোট প্রাণহানি সোয়া ৪ লাখ ছুঁয়েছে।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ- ১৪শ’র বেশি মৃত্যুতে যুক্তরাজ্যেও প্রাণহানি ৯৬ হাজার। আরও ১১শ’ মানুষ মারা যাওয়ায় ব্রাজিলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে দু’লাখ ১৫ হাজারের বেশি।

সাড়ে ৮শ’ মৃত্যু রেকর্ড হয়েছে জার্মানিতে। সাড়ে ৩শ’ থেকে ৬শ’ মৃত্যু দেখেছে পোল্যান্ড, কলম্বিয়া, স্পেন, ফ্রান্স, ইতালি, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়া। ভারতে মোট প্রাণহানি ১ লাখ ৫৩ হাজারের বেশি; মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ছুঁইছুঁই।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সর্বশেষ সংবাদ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ