spot_img

ইংলিশ প্রিমিয়ার লিগ: ৪৭ বছর পর লিভারপুলকে হারালো বার্নলি

অবশ্যই পরুন

ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে বার্নলির মুখোমুখি হয়েছিল লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে তাদের বিস্ময় উপহার দিয়েছে বার্নলি। হারিয়ে দিয়েছে ১-০ গোলে। যা লিভারপুলের বিপক্ষে ১৯৭৪ সালের পর পাওয়া প্রথম কোনো জয়।

কেবল বার্নলির কাছে ৪৭ বছর পরই হারেনি অলরেডরা, পাশাপাশি তাদের ঘরের মাঠে টানা ৬৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেছে।

অন্যদিকে ২০২১ সালে এসে এখনো প্রতিপক্ষের জালের নাগাল পায়নি লিভারপুল। নতুন বছরে সব মিলিয়ে ৪৩৮ মিনিট ধরে তারা গোলহীন রয়েছে।

এই হারে পয়েন্ট টেবিলেও পিছিয়ে পড়েছে জার্গেন ক্লপের দল। ১৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। সমান ম্যাচ থেকে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এদিকে ১৮ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট সংগ্রহ করে বার্নলি অবস্থান করছে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে।

ম্যাচের ৮৩ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন বার্নলির অ্যাশলে বার্নেস। তিনি পেনাল্টি থেকে গোলটি করেন। আর ৪৭ বছর পর লিভারপুলের বিপক্ষে বার্নলিকে জয় উপহার দেন।

সর্বশেষ সংবাদ

চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের পর তার চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর...

এই বিভাগের অন্যান্য সংবাদ