spot_img

সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করে গেলেন ট্রাম্প

অবশ্যই পরুন

ক্ষমতা ছাড়ার আগে সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করে গেলেন ডোনাল্ড ট্রাম্প। এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে সিএনএন। বুধবার সকালে স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ শেষবারের মতো হোয়াইট হাউস ছাড়েন ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পরেই ক্যাপিটলের চত্বরে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। তবে ক্ষমতা ছাড়ার আগে নিজের ছেলেমেয়েদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত করে গেছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট। সাধারণত প্রেসিডেন্টের ১৬ বছরের বেশি সন্তানদের সিক্রেট সার্ভিসের নিরাপত্তা দেওয়া হয়। তবে প্রেসিডেন্টের ক্ষমতা বলে স্বাক্ষরিত আদেশে সব বয়সী সন্তানদেরই নিরাপত্তা দিতে হবে। তেমনই এক নির্দেশে স্বাক্ষর করে গেছেন ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার আগে। ট্রাম্পের পরিবারের সদস্যরা আগামী ছয় মাস সরকারি নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা পাবে।

ফোর্বস জানাচ্ছে, ট্রাম্প-মেলানিয়ার ছোট ছেলে ব্যারন ট্র্যাম্পকে নিরাপত্তা দেওয়া হবে তার বয়স ১৬ বছর না হওয়া পর্যন্ত। ব্যারনের বয়স এখন ১৪। শুধু সন্তানদের জন্যই নয় পুরো পরিবারের জন্য সরকারি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে গেছেন বলে ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে। ট্রাম্পের পরিবারের সদস্য সংখ্যা ১৩। সদ্য সাবেক প্রেসিডেন্টের পরিবারের নিরাপত্তার জন্য সরকারি কোষাগার থেকে খরচ হবে মোটা অঙ্কের টাকা। ২০১৯ সালে সরকারি পরিসংখ্যান মতে, ২০১৭ সালের শুধু ফেব্রুয়ারি আর মার্চে ট্রাম্প পরিবারের নিরাপত্তা ও তাদের পরিবারের ভ্রমণ বাবদ খরচ হয়েছিল ৩ লাখ ৯০ হাজার ডলার। সিএনএন।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ