spot_img

বিশ্বে করোনায় একদিনে ১৭ হাজারের বেশি মৃত্যু

অবশ্যই পরুন

মহামারির এক বছরে প্রথমবার একদিনে করোনায় ১৭ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ৪ হাজার ৩শ’ মানুষ। রেকর্ড ১৮শ’র বেশি মৃত্যু দেখেছে ব্রিটেন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছুঁয়েছে ২০ লাখ ৮১ হাজার।

বুধবার মার্কিন ভূখণ্ডে মোট প্রাণহানি ছাড়ায় ৪ লাখ ১৫ হাজার। আক্রান্ত আড়াই কোটি মানুষ।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রেকর্ডে ব্রিটিশ ভূখণ্ডে মোট মৃত্যু ৯৩ হাজারের বেশি। ১৪শ’ প্রাণহানির ফলে ব্রাজিলে মৃতের সংখ্যা দু’লাখ ১৩ হাজার ছুঁইছুঁই। এক হাজারের বেশি মানুষ মারা গেছেন জার্মানিতে। ৪ থেকে ৬শ’ মৃত্যু দেখেছে কলম্বিয়া, পোল্যান্ড, স্পেন, ইতালি, দক্ষিণ আফ্রিকা, ও রাশিয়া।

দৈনিক মৃত্যু কমলেও করোনায় এ পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার মৃত্যু দেখেছে ভারত; মেক্সিকোতে ১ লাখ ৪৪ হাজার।

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ