জাপানের উত্তরাঞ্চলের একটি মহাসড়কে বিশাল এক তুষারঝড় আঘাত হেনেছে। এর কবলে পড়ে সেখানে ১৩০টি গাড়ির সংঘর্ষ হয়ে একজনের মৃত্যু এবং অপর দশজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বেলা তিনটার দিকে তোহুকু এক্সপ্রেসওয়েতে এই সংঘর্ষ হয়। এতে প্রায় দুইশ’ মানুষ আটকে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
বিগত কয়েক সপ্তাহ ধরে জাপানে তুষারপাত বেড়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে গড় প্রত্যাশার চেয়ে প্রায় দ্বিগুণ বেশি পরিমাণ তুষারপাত হচ্ছে।
মঙ্গলাব তোহুকু এক্সপ্রেসওয়েতে গাড়ির সংঘর্ষের যে ছবি সামনে আসছে তাতে এর ভয়াবহতার চিত্র উঠে আসছে। দৃষ্টিসীমা কমে আসায় ইতোমধ্যেই সড়কটিতে সর্বোচ্চ গতিসীমা ৫০ কিলোমিটার নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় একশ কিলোমিটার। সংঘর্ষের কারণে আটকে পড়াদের খাবার পানি এবং খাবার সরবরাহ করা হচ্ছে। এছাড়া তাদের উষ্ণ রাখতে কম্বলও বিতরণ করা হয়েছে।
তুষারপাতের কারণে জাপানের দ্রুত-গতির রেলসেবাও বিঘ্নিত হচ্ছে। তোহুকু অঞ্চলের বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে, অঞ্চলটিতে আগামী ২৪ ঘণ্টায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এবারের শীত মৌসুমে জাপানে বিপুল পরিমাণ তুষারপাত হয়েছে। গত মাসে তুষারপাতের কারণে কান্তেসু এক্সপ্রেসওয়েতে দুই দিন ধরে আটকে পড়ে প্রায় এক হাজার গাড়ি।