spot_img

ব্রিসবেনে ইতিহাস গড়ে ভারতের অবিশ্বাস্য সিরিজ জয়

অবশ্যই পরুন

চড়াই-উৎরায়ে নানা ধাপ পেরিয়ে, রোমাঞ্চ-উত্তেজনার স্রোতে ভেসে ভারত জয় করল ব্রিসবেন দুর্গ। ব্রিসবেন হলো অস্ট্রেলিয়ার দুর্গ। ৩২ বছর ধরে ব্রিসবেনে অপরাজিত অস্ট্রেলিয়া। শেষবার হেরেছিল ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর কোনো দলকে তারা গোনায় ধরে না। উড়তে থাকা সেই অস্ট্রেলিয়াক মঙ্গলবার মাটিতে নামাল ভারত।

 অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে বন্ধুর পথ পাড়ি দিয়ে অবশেষে তিন উইকেটে জিতে গ্যাবায় ইতিহাস গড়েছে অজিঙ্কা রাহানের দল। শুধু তাই নয় এরফলে বর্ডার-গাভাস্কার ট্রফিও ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারীরা। এর সঙ্গে সঙ্গে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষেও ফিরেছে টিম ইন্ডিয়া।

ব্রিসবেন টেস্ট জিততে শেষ দিনে ভারতের দরকার ছিল ৩২৪ রান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ইতিহাস গড়ে  অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে আজিঙ্কা রাহানের দল। সফরকারীদের হয়ে ১৩৮ বলে অপরাজিত ৮৯ রান করেন পান্ট। গিল করেছেন ৯১। আর পূজারার ব্যাট থেকে আসে কার্যকর ৫৪ রানের ইনিংস।

সেই ১৯৮৮ সালে  অস্ট্রেলিয়া শেষবার যখন গ্যাবায় হেরেছিল তখন জন্মই হয়নি স্টিভেন স্মিথদের অনেকের। অজিদের এই দুর্গে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডও বেশ আগের। ১৯৫১ সালে ২৩৪ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেখানেই দারুন এক রেকর্ড গড়া জয় তুলে নিলো টিম ইন্ডিয়া।

আগের দিনের বিনা উইকেটে ৪ রান নিয়ে মঙ্গলবার ব্রিসবেন টেস্টের পঞ্চম ও শেষ দিনে ব্যাটিংয়ে নামে ভারত। কিন্তু দিনের শুরুতেই রোহিত শর্মাকে হারায় ভারত। প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন রোহিত। এরপরই ঘুরে দাড়ায় ভারত। চোয়ালবদ্ধ দৃঢ়তায় এক প্রান্ত ধরে রাখেন পূজারা। গিল খেলতে থাকেন আগ্রাসী মেজাজে। দ্বিতীয় উইকেটে দুজনের জুটিতে তারা তোলেন ১১৪ রান। যার বেশিরভাগই করেন গিল। আগ্রাসী মেজাজে তিনি এগুচ্ছিলেন প্রথম সেঞ্চুরির দিকে। শেষ পর্যন্ত অবশ্য তাকে থামান ন্যাথান লায়ন। ১৪৬ বলে ৮ চার, ২ ছক্কায় স্লিপে ধরা পড়েন সিরিজে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক।

চারে নেমে অধিনায়ক আজিঙ্কা রাহানে খেলতে থাকেন ওয়ানডে মেজাজে। লায়নকে ছক্কায় উড়িয়ে বুঝিয়ে দেন জয়ের কথায় ভাবছেন তারা। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়েই শেষ পর্যন্ত কামিন্সের বলে কাট করতে গিয়ে তিনি  ধরা পড়েন উইকেটের পেছনে। তারপরও পথ হারায়নি ভারত। পান্টকে নিয়ে দারুণ খেলতে থাকেন পূজারা।  তারপরও শেষ সেশনে আরও ১৪৫ রান তুলার চাহিদা নিয়ে চা-বিরতিতে যায় তারা।

চা-বিরতির পর কিছুটা সময় সতর্ক ছিলেন পান্ট-পূজারা। পরিস্থিতি বুঝেই ফের রান বাড়াতে থাকেন তারা। ২০০ বলে ফিফটিতে পৌঁছান পূজারা। এরপর পূজারা ফিরে যান কামিন্সের দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিয়ের ফাঁদে পড়ে। তার আগে এ তারকা খেলেন ২১১ বলে ৭ চারে ৫৬ রানের দারুণ কার্যকর ইনিংস।

পূজারা ফিরলেও এক প্রান্তে পান্ট ছিলেন অবিচল। সুযোগ পেলেই এ বাঁহাতি হাঁকান চার-ছয়। এ পথে ধরে ১০০ বলে ৪ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ১৩৮ বলে ৯ চার ও ১ ছয়ে ৮৯ রান করে ভারতকে জিতেই ফেরেন। এরআগে ওয়াশিংটন সুন্দর কার্যকর ২ চার ও ১ ছয়ে ২২ রানের ইনিংস খেলে ভারতের জয়ের পথ সহজ করে দেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৫৫ রানে ৪ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। এদিকে ৮৫ রানে নাথান লায়ন ২টি উইকেট নেন। আর জস হ্যাজেলউড ৭৪ রানের বিনিময়ে পকেটে পুরেছেন ১টি উইকেট।

গ্যাবা টেস্টে অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন ঋশব পান্ট। এদিকে পুরো সিরিজে বল হাতে দারুণ করায় সিরিজ সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন প্যাট কামিন্স।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ