spot_img

সাকিব নয়, তিনে খেলবেন শান্ত

অবশ্যই পরুন

 তিন নম্বরে ব্যাটিংয়ে স্বাচ্ছন্দ পান সাকিব। ২০১৯ বিশ্বকাপে টিম ম্যানেজমেন্টকে বলে-কয়ে এই পজিশনে করেছেন সাকিব ব্যাটিং। তিন নম্বরে ব্যাট করে বিশ্বকাপে বিস্ময়কর পারফরমেন্স করেছেন সাকিব।

৮ ম্যাচে ৮৬.৫৭ গড় এবং ৯৬.০৩ স্ট্রাইক রেটে করেছেন সাকিব ৬০৬ রান। এই পজিশনে ব্যাট করে বিশ্বকাপে একটি ম্যাচ ছাড়া (অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১) অবিশিস্ট প্রতিটি ইনিংসেই আছে তার অন্ততঃ ফিফটি।

২ সেঞ্চুরির পাশে ৫ ফিফটি করেছেন সাকিব বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট করে। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ রানের ইনিংস দিয়েছেন উপহার। ওয়ানডে ক্যারিয়ারে ২০৬ ম্যাচের মধ্যে ২৩টি ইনিংসে ব্যাট করেছেন ৩ নম্বরে।

অন্য সব পজিশনের চেয়ে তিন নম্বরে ব্যাটিং গড়টা (৫৮.৮৫)তার দারুন।  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সর্বশেষ ৬টি ইনিংস তার ৯৭,৫৬,৩৬, ৬১*,২৯,১২৪*। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল যখন ফিরতি ম্যাচ খেলতে অবতীর্ন হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে ভক্তরা, তখন সাকিব প্রিয় পজিশনে ব্যাটিংয়ে নামতে পারছেন না ।

বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো ব্যাটসম্যানদের ব্যাটিং অর্ডার নির্ধারিত করে দিয়েছেন, তাতে সাকিবের জায়গা পাঁচ অথবা ছয় নম্বরে !

আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত নন নাজমুল হোসেন শান্ত। ৫ ওয়ানডে ম্যাচে ১১.০০ গড়ে মাত্র ৫৫ রান তার। ওয়ানডে দলে জায়গাটাই পাকা করতে পারেননি শান্ত। তবে বঙ্গবন্ধু টি-২০ কাপে দারুন পারফর্ম করেছেন শান্ত (৮ ম্যাচে ১ সেঞ্চুরি,৩ ফিফটিতে ৩৭.৬১ গড়ে ৩০১ রান)। তাতেই তিন নম্বরের মতো গুরুত্বপূর্ন পজিশনে শান্ত’র ব্যাটিং অর্ডার ঠিক করেছেন ডোমিঙ্গো।সোমবার বিকেলে ভার্চুয়াল কনফরমেন্সে মিডিয়াকে বলেছেন তা-‘অমি ইতোমধ্যে খেলোয়াড়দের সাথে আলোচনা করেছি। তারা জানে,তাদের ভুমিকা কি। আমরা এখনও একাদশ চূড়ান্ত করিনি। তবে আজ তারা জেনেছে,তাদের কার কি অবস্থান, কে কোথায় ব্যাট করবে। অবশ্যই শান্ত এখন দারুন ফর্মে আছে। সাকিব বিশ্বকাপে তিন নম্বরে অবিশ্বাস্য পারফর্ম করেছে। এই মুহুর্তে আমি সম্ভবতঃ চার ক্রিকেটারের অভিজ্ঞতা নিয়ে ভাবছি। পাঁচ এবং ছয় নম্বরে সাকিব,মুশফিক,রিয়াদ আছে। তাদেরকে নিয়েই আমাদের মিডল অর্ডার পরিপক্ক এবং অভিজ্ঞ। কারণ,আমরা জানি,উপমহাদেশে মিডল অর্ডার খুব গুরুত্বপূর্ন।’

ওপেনিংয়ে তামিম,লিটন-অটোমেটিক চয়েস। তিন নম্বরে শান্ত’র পজিশন ঠিক হলে চার নম্বরে কে ? ১৮ সদস্যের স্কোয়াড দেখে এই পজিশনে মিঠুন -ই কোচের পছন্দ ? কারন,৫-৬-৭ এ তো সাকিব,মুশফিক,মাহমুদউল্লাহ নির্ধারিত হয়ে আছেন।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ