spot_img

রুশ নেতা নাভালনির মুক্তি দাবি পশ্চিমা বিশ্বের, রাশিয়ার প্রত্যাখ্যান

অবশ্যই পরুন

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির তাৎক্ষণিক মুক্তি দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি দেশ। পাঁচ মাস পর গতকাল রবিবার জার্মানি থেকে মস্কোর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ৪৪ বছরের এ রাজনীতিককে আটক করে কর্তৃপক্ষ।

গত বছর বিষপ্রয়োগে অসুস্থ হয়ে পড়ার পাঁচ মাস পর এই প্রথম রাশিয়ায় ফিরেছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নেতা নাভালনি। তাকে আটক করার খবরে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইইউ। রাশিয়া সঙ্গে সঙ্গেই এ দাবি প্রত্যাখ্যান করেছে।

নাভালনিকে আটকে রাখার জন্য রাশিয়ার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে সম্পর্কে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়ন কিছু বলেনি। তবে ইইউ’র কিছু দেশ খুব দ্রুতই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পদক্ষেপ চাইছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রাশিয়া কর্তৃপক্ষের সমালোচনা করে বলেছেন, তারা তাদের সমালোচকের (নাভালনি) মুখ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। নাভালনিকে ‘অবিলম্বে এবং নি:শর্তে মুক্তি’ দেওয়ার দাবি জানান তিনি।

রাশিয়ায় নাভালনিকে রাজধানী মস্কোর একটি পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছে। ২০১৪ সালের একটি মামলায় স্থগিত দণ্ডের শর্ত লঙ্ঘনের অভিযোগে নাভালনিকে আটক করে কাস্টডিতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার কারা বিভাগ।

আদালতের কোনও আদেশ না পাওয়া পর্যন্ত নাভালনিকে কাস্টডিতেই রাখা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নাভালনির আইনজীবীরা বলছেন, তাদেরকে মক্কেলের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্ভাব্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, “নাভালনিকে নিয়ে ক্রেমলিন যা করছে তা কেবল মানবাধিকারের লঙ্ঘনই নয় বরং রুশ জনগণের কণ্ঠ স্তব্ধ করে দিয়ে তাদেরকে অপমান করারই সামিল।”

ইইউ থেকেও এসেছে কড়া প্রতিক্রিয়া। জার্মানি বলেছে, নাভালনিকে আটকের পদক্ষেপ মেনে নেওয়া যায় না। যুক্তরাজ্য এ পদক্ষেপকে ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছে। “নাভালনিকে হয়রানি করার চেয়ে রাশিয়ার উচিত তাদের দেশের মাটিতে রাসায়নিক অস্ত্র কিভাবে ব্যবহার হল সে বিষয়টি ব্যাখ্যা করা”, বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

এমনই নানা নিন্দা-সমালোচনার মধ্য দিয়ে ফ্রান্স, ইতালি, জার্মানি, ব্রিটেন এমনকী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লিনও অবিলম্বে নাভালনির মুক্তি দাবি করেছেন। লিথুনিয়া শিগগিরিই ইইউ’কে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাবে বলে জানিয়েছে।

চেক পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, তিনি চান ইইউ নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা শুরু করুক। তবে রাশিয়া সব আন্তর্জাতিক আলোচনা-সমালোচনা ঝেড়ে ফেলে এবং নাভালনিকে মুক্তির দাবি নাকচ করে দিয়ে বলেছে, “তাদের উচিত নিজের চরকায় তেল দেওয়া।”

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “আন্তর্জাতিক আইনকে শ্রদ্ধা করুন। কোনও সার্বভৌম দেশের জাতীয় বিধিবিধানে হস্তক্ষেপ করবেন না। আপনাদের নিজ নিজ দেশের সমস্যা নিয়ে মাথা ঘামান।”

গত বছর আগস্টে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় এককাপ চা পানের পরই অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন ৪৪ বছর বয়সী নাভলনি। বিমানবন্দর থেকে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

অবস্থার পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষায় জানায় যায়, সোভিয়েত আমলে তৈরি বিষাক্ত নার্ভ এজন্টে নোভিচক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

উল্লেখ্য, গত রবিবার রাতে জার্মানি থেকে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে পৌঁছানোর পরপরই নাভালনিকে আটক করে পুলিশ। আটকের আগে তিনি বিমানবন্দরে উপস্থিত সমর্থকদের উদ্দেশে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আমি জানি, আমি ঠিক পথে রয়েছি। আমি কাউকে ভয় পাই না।’

নাভালনিকে বহনকারী পোবেদা এয়ারলাইনের ফ্লাইটটি বিমানটি অবতরণের কথা ছিল মস্কোর নুকোভো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তীব্র শীতের মধ্যেই প্রিয় নেতাকে স্বাগত জানাতে সেখানে হাজির হয় তার হাজার হাজার সমর্থক। এ সময় পুলিশ টার্মিনাল থেকে তাদের সরিয়ে দেয়। ধরপাকড়ের শিকার হয় তার সমর্থকরা। এক পর্যায়ে তাকে বহনকারী বিমানটি আর সেখানে নামতে না দিয়ে শেরেমিতিয়েভো অভিমুখে পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় সময় রাত ৮টার দিকে স্ত্রীকে নিয়ে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে পৌঁছান নাভালনি। সেখানে পৌঁছানোর কিছু সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।

সূত্র : বিবিসি, রয়টার্স।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ