spot_img

এবার ৭৮ বাংলাদেশির বিরুদ্ধে ইন্টারপোলের রেড এ্যালার্ট

অবশ্যই পরুন

এবার বাংলাদেশের ৭৮ নাগরিকের বিরুদ্ধে রেড এ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। তাদের মধ্যে দুই মানব পাচারকারীকে সম্প্রতি আটক করা হয়েছে।

জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে গত বছর লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের পর মানব পাচারকারীদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা চায় বাংলাদেশ। তাদের মধ্যে এখন পর্যন্ত ৬ জনকে আটকে রেড এ্যালার্ট জারি করেছে পুলিশের আন্তর্জাতিক এ সংস্থা।

এর মধ্যে ২জন আটক হয়েছে। বাংলাদেশের যে দুই পলাতক মানব পাচারকারী আটক হয়েছেন তারা হলেন- মাদারীপুরের শাহাদাত হোসেন এবং কিশোরগঞ্জের জাফর ইকবাল। এই মানবপাচার চক্রের মোট ৬ জনের বিরুদ্ধে নোটিশ জারি আছে।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, গত বছরের মে মাসে লিবিয়ার মিজদাহ শহরে মানব পাচারকারীরা গুলি করে ২৬ জন বাংলাদেশিকে হত্যা করে, সেই মামলায় শাহাদাত ও জাফর আসামি। আরও ৪ আসামি হলেন বাংলাদেশি মিন্টু মিয়া, স্বপন, নজরুল ইসলাম মোল্লা ও তানজিরুল।

তাদের ধরিয়ে দিতে গত নভেম্বরে ইন্টারপোল রেড এ্যালার্ট জারি করে।ইন্টারপোলের লাল তালিকায় এখন ৭৮ বাংলাদেশির নাম ও পরিচয় আছে৷ তাদের মধ্যে গ্রেফকারকৃত সেই ২ জন মানবপাচারকারীও রয়েছেন। তালিকায় যাদের নাম আছে তাদের অপরাধের ধরণও বলা আছে, রয়েছে ঠিকানা, বয়স ও ছবিও।

৭৮ জনের মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত নূর চৌধুরী, খন্দকার আব্দুর রশীদ, নাজমুল আনসার, শরিফুল হক ডালিম, আহমেদ শরিফুল হোসেন, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরীর নাম রয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতকদের মধ্যে আবদুল জব্বার ইঞ্জিনিয়ার ও মাওলানা আবুল কালাম আজাদ আছে তালিকাতে।

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় পলাতক মাওলানা তাজউদ্দিন, সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি ও বিএনপি নেতা হারিস চৌধুরীর নাম, ছবিও রয়েছে এই তালিকায়। এ ছাড়া মানব পাচারকারী, হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন সময়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী যারা পলাতক তাদের নামেও রেড নোটিশ জারি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ