spot_img

জার্মানিতে মের্কেল যুগের অবসান, নতুন নেতা পাচ্ছে সিডিইউ

অবশ্যই পরুন

২০০৫ সালে জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন এ্যাঙ্গেলা মের্কেল। আগেই জানিয়েছেন মেয়াদ ফুরোলেই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। রাজনৈতিক জীবন থেকেও সরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

শনিবার ( ১৬ জানুয়ারি) জার্মানির ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) নতুন নেতা নির্বাচন করবে। এ্যাঙ্গেলা মের্কেলের স্থলাভিষিক্ত হওয়ার কথা রয়েছে তার।

দীর্ঘ এই শাসনামলে ২০০৮ সালের অর্থনৈতিক সংকট, এর ১ বছর পর গ্রিসের ঋণ সংকট এবং ৫ বছর আগে অভিবাসী সংকটের মধ্যেও জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কান্ডারি হয়ে থেকেছেন মের্কেল।

কিন্তু সব সংকট ছাপিয়ে কভিড-১৯ মহামারী ২০২০ সালকে সবচেয়ে কঠিন করে তুলেছে ইঙ্গিত দিয়ে কিছুদিন আগে মের্কেল বলেন, ‘আমি একটুও বাড়িয়ে বলছি না। গত ১৫ বছরে কখনোই বিদায়ী বছরকে এত ভারী মনে হয়নি।

আবার শত উদ্বেগ আর কিছু সমালোচনার পরও কোনও নতুন বছরের জন্য এত আশা নিয়ে কখনও অপেক্ষা করিনি। রয়টার্স জানিয়েছে, ১,০০১ ডেলিগেটসের দ্বারা এদিন সিডিইউ নেতা নির্বাচিত হবেন।

নতুন নেতার সবচেয়ে বড় চ্যালেঞ্জে সামনের নির্বাচন। জার্মানিতে এ বছর সেপ্টেম্বরেই নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনেও মের্কেলের দল পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন জিতবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ