spot_img

দেশে করোনা ধ্বংসকারী ‘ন্যাজাল স্প্রে’ উদ্ভাবনের দাবি

অবশ্যই পরুন

করোনাভাইরাস ধ্বংসকারী নাকের স্প্রে উদ্ভাবনের দাবি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) গবেষকরা।  তারা এই ওষুধের নাম দিয়েছেন ’বঙ্গসেফ ওরো- ন্যাজাল স্প্রে’। 

মঙ্গলবার অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এই ন্যাজাল স্প্রের বিষয়টি উত্থাপন করা হয়।  কমিটির পক্ষ থেকে উদ্ভাবকদের ধন্যবাদ জানিয়ে স্প্রেটি সম্পর্কে প্রচার প্রচারণা বৃদ্ধিসহ ব্যবহারের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সংসদীয় কমিটির সদস্য ডা. হাবিবে মিল্লাত বলেন, সংসদীয় কমিটি আরো বড় পরিসরে এই স্প্রেটির ক্লিনিক্যাল ট্রায়াল করতে বলেছে। এছাড়া সংশ্লিষ্ট দফতর থেকে অনুমোদন নেয়ার পরামর্শ দিয়েছে। বিষয়টির যৌক্তিকতা ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত হলে আমাদের বিজ্ঞানীদের জন্য এটি বড় একটি অর্জন হবে।

এই স্প্রে কীভাবে কাজ করে সে ব্যাপারে জানতে যোগাযোগ করা হয় বিআরআইসিএমের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ড. মালা খানের সঙ্গে। তিনি বণিক বার্তাকে বলেন, এখন পর্যন্ত যা জানা যায়, তা হলো, করোনাভাইরাস আক্রমণ করে মুখ, চোখ ও নাকের মাধ্যমে। সেখানে কিছুকাল অবস্থান করে। আমরা যে সলিউশন তৈরি করেছি, সেটি আক্রান্ত ব্যক্তি ৩-৪ ঘণ্টা পর পর নাকে স্প্রে করলে, নাক, নাসারন্ধ্র, মুখগহ্বর এবং শ্বাস ও খাদ্যনালীর মিলনস্থলে (ওরোফেরিংস) অবস্থান করা করোনাভাইরাস ধ্বংস হবে।

তিনি আরো বলেন, দু‘একদিনের মধ্যে আমরা এই স্প্রেটি অনুমোদনের জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) জমা দিব।

স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য হুইপ ইকবালুর রহিম, ডা. হাবিবে মিল্লাত, মো. শফিকুল আজম খাঁন, নিজাম উদ্দিন হাজারী, মো. মোজাফ্ফর হোসেন, শিরীন আহমেদ এবং সেলিমা আহমাদ।

বৈঠকে কভিড-১৯-এর বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা কর্তৃক গৃহীত উদ্যোগ (জিনোম সিকোয়েন্স উদঘাটন, স্যানিটাইজার তৈরি ও বিতরণ ইত্যাদি); বিসিএসআইআর গবেষণাগার গোপালগঞ্জ স্থাপনের অগ্রগতি; জিনোমিক রিসার্চ ইনস্টিটিউট স্থাপনের বর্তমান অবস্থা; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার রাজশাহী স্থাপন শীর্ষক প্রকল্পের অগ্রগতি এবং বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, কক্সবাজারের হাল নাগাদ তথ্যাবলী অবহিতকরণ ও পর্যালোচনার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার রাজশাহী স্থাপন শীর্ষক প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিত নিশ্চিতকরণে তদারকি জোরদার করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।

এছাড়া, বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের গবেষণা জাহাজ ক্রয়, জনবল নিয়োগ এবং আবাসন সুবিধা বৃদ্ধি করার জন্য সুপারিশ করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আনোয়ার হোসেন, বিভিন্ন সংস্থা প্রধানরাসহ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ