তিন টেস্ট সিরিজে এখন ১-১ সমতা। আগামী ১৫ জানুয়ারি ব্রিসবেনে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ ও শেষ টেস্ট। এই ম্যাচটি এখন অলিখিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে।
গুরুত্বপূর্ণ এই টেস্টের আগে ভারত শিবিরে চোটের হানা। বিশেষ করে পছন্দের পেসাররা হারিয়ে যাচ্ছে একাদশ থেকে। সর্বশেষ সংযোজন দলের কাযকরী পেসার জসপ্রিত বুমরাহ। ব্রিসবেন টেস্টে তাকে পাবে না ভারত। যা রাহানেদের জন্য বড়ই দুঃসংবাদ।
চোটের কারণে অস্ট্রেলিয়া সফরেই যাননি ইশান্ত শর্মা। এরপর একের পর এক চোট কেড়ে নিয়েছে উমেশ যাদব ও মোহাম্মদ শামিকে। চোটের কারণে ব্রিসবেনের পেস স্বর্গে এবার বল করতে পারবেন না বুমরাহও।
বুমরাহর চোট ও না খেলার খবর নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র, ‘সিডনিতে ফিল্ডিংয়ের সময় পেটে টান পড়েছে যশপ্রিত বুমরাহর। ব্রিসবেন টেস্টে বিশ্রামে থাকবেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষেই ফেরার সম্ভাবনা আছে।’
সিডনিতেই চোট পেয়ে পরের টেস্ট থেকে ছিটকে গেছেন স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দারুণ খেলে সিডনি টেস্টে ভারতকে ড্র এনে দেয়া হনুমা বিহারিও থাকছেন না শেষ ম্যাচে, চোটের কারণেই।
পেসার সংকটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয় মোহাম্মদ সিরাজ ও নবদীপ সাইনির। ব্রিসবেনে এই দুজনের সাথে দেখা যেতে পারে শার্দুল ঠাকুর কিংবা টি নটরাজনকে।