২৪ ঘণ্টায় ৯ হাজারের বেশি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস; নতুন সংক্রমণ শনাক্ত প্রায় ৬ লাখ। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো সাড়ে ১৯ লাখ; আক্রান্ত ৯ কোটি ১৩ লাখের মতো।
সোমবারও, ১৮শ’ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়িয়েছে তিন লাখ ৮৫ হাজার। দ্বিতীয় সর্বোচ্চ- সাড়ে ৬শ’র বেশি প্রাণহানি ছিলো জার্মানিতে। ৫ শতাধিক মৃত্যুতে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে প্রাণহানি ৮২ হাজার ছুঁয়েছে যুক্তরাজ্যে। দিনে ৪শ’ থেকে ৫শ’ মৃত্যু দেখেছে দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, ইতালি ও ব্রাজিল।
ব্রাজিলে এ পর্যন্ত প্রাণহানি দু’লাখ ৪ হাজারের কাছাকাছি। দৈনিক প্রাণহানি ৩শ’র বেশি ছিলো ফ্রান্স, কলম্বিয়ায়। দিনে মৃত্যু কমলেও, ভারতে মৃতের সংখ্যা ১ লাখ সাড়ে ৫১ হাজার; মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ৩৪ হাজারের বেশি।