spot_img

লাদাখের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল দিয়ে চীনা সেনারা ভারতে

অবশ্যই পরুন

লাদাখের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল দিয়ে চীনা সেনাদের অনুপ্রবেশ ঘটেছে ভারতে।শনিবার এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, শুক্রবার সকালে ওই চীনা সৈন্য লাদাখের প্যাংগন লেক এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে। ওইদিনই ভারতীয় সেনারা তাকে আটক করেছে। পিপলস লিবারেশান আর্মির কাছে তার অনুপ্রবেশের কারন জানাতে চাওয়া হয়েছে। -এনডিটিভি

২০২০ সালের মার্চ থেকে লাদাখের পূর্বাংশের মালিকানা নিয়ে ভারত ও চীনের মধ্যে সংঘাত শুরুর পর, মার্চে দুই দেশ প্রায় দশ হাজার করে সেনা ও আধুনিক যুদ্ধাস্ত্র মোতায়ন করে। জুলাইয়ে এক সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্য নিহত হওয়ার পর উত্তেজনা চূড়ান্ত রূপ নেয়। সংঘাত নিরসনে কয়েক দফা কূটনৈতিক ও সামরিক আলোচনা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সর্বশেষ ডিসেম্বরে দুই পক্ষ সম্মত হয়েছে সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে। নতুন করে চীনা সৈনিকের অনুপ্রবেশ এই ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে।

 
 

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ