মালয়েশিয়ায় চাকরি পাওয়ার প্রলোভনে থাইল্যান্ড গিয়েছিলেন মিয়ানমারের ১৯ রোহিঙ্গা নাগরিক। কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। এদের সকলকেই গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ১৯ রোহিঙ্গাদের আশ্রয় দেয়া এক থাই নারীকেও গ্রেফতার করেছে ব্যাংকক পুলিশ।
ব্যাংকক পুলিশ জানিয়েছে, ডন মুয়াং জেলার একটি বাড়ি থেকে অভিযুক্ত রোহিঙ্গাদের গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগীদের মালয়েশিয়ায় চাকরি দেয়ার কথা বলে থাইল্যান্ডে ঢোকানো হয়। দেশটিতে তারা কী কাজ করবেন, তা বলা হয়নি। যে বাড়িতে ছিলেন, ওই বাড়ির পুরুষ সদস্য পাচারের মূলহোতা।
বিবৃতিতে পুলিশ বলেছে, ‘কী কাজ দেয়া হবে, তা কেউই জানত না। এরা শুধু রাখাইন থেকে পালাতে চেয়েছে।’
এদিকে গ্রেফতার ১৯ রোহিঙ্গার মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদের রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।