spot_img

৫৬ আরোহী নিয়ে উধাও ইন্দোনেশিয়ার একটি ফ্লাইট!

অবশ্যই পরুন

ইন্দোনেশিয়া থেকে শ্রীবিজায়া এয়ারের একটি ফ্লাইট ৫৬ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। বিমানটি জাকার্তা থেকে পন্টিয়ানাক যাচ্ছিল। 

শনিবার দুপুরে এ খবর পাওয়া গেছে। জানা গেছে, বিমানটি উড্ডয়নের চার মিনিট পরই রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাওয়াতী বলেন, পশ্চিম কালিমান্টান প্রদেশ থেকে বোর্নিও দ্বীপের পন্টিয়ানাকের উদ্দেশে যাত্রা করে যোগাযোগ হারিয়ে ফেলে বিমানটি। 

শ্রীবিজয়া এয়ার জানিয়েছে, বিমান নিখোঁজের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার আগে এ সংক্রান্ত আরো তথ্য সংগ্রহ করছে তারা।

স্থানীয় মেট্রো টিভি জানায়, বিমানে ৫৬ জন যাত্রী ছিল। যার মধ্যে ৭ শিশু। ক্রু ছিলেন ৬ জন।

ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ এক টুইট বার্তায় জানায়, শ্রীবিজয়া এয়ারের ফ্লাইট এসজে-১৮২ জাকার্তা থেকে উড্ডয়নের ৪ মিনিট পরই নিখোঁজ হয়। নিখোঁজের সময় বিমানটি ১০ হাজার ফুট উচ্চতায় ছিল বলেও জানানো হয়।

ট্র্যাকিং সার্ভিসের তথ্য অনুযায়ী বোয়িং ৭৩৭-৫০০ মডেল বিমানটি ২৭ বছরের পুরনো।

সর্বশেষ সংবাদ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ