spot_img

বাংলাদেশে পা রাখার আগেই উইন্ডিজ শিবিরে করোনার হানা

অবশ্যই পরুন

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের আগে প্রথম দফার করোনাভাইরাস পরীক্ষায় একজনের পজিটিভ এসেছে। গায়ানার ডানহাতি বোলার রোমারিও শেফার্ড আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী ভাইরাসে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। দলের সঙ্গে বাংলাদেশে আসা হচ্ছে না তার।

শেফার্ড এই সফর থেকে ছিটকে যাওয়ায় তার বদলে নেওয়া হয়েছে কিওন হার্ডিংকে। ২৪ বছর বয়সী এই ফাস্ট বোলার ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, যাতে ২৫.১১ গড়ে নিয়েছেন ৫৪ উইকেট। এই সফরে আসছেন না ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত ১০ তারকা ক্রিকেটার। করোনা আতঙ্কে নাম প্রত্যাহার করে নিয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার, কিয়েরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, রোস্টন চেজ, শেল্ড কট্রেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরান। ব্যক্তিগত কারণে আসছেন না ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডউরিচ।

এবার করোনার কারণে আরও একজনকে হারালো উইন্ডিজ। তাদের ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, শেফার্ড আইসোলেশনে থাকায় দলের সঙ্গে সফর করতে পারছেন না। বোর্ডের প্রটোকল মেনে গত ২ জানুয়ারি সফরকারী দলের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়, তাতে একজনের পজিটিভ আসে। অন্যদের নেগেটিভ এসেছে।

১০ জানুয়ারি বাংলাদেশে পা রাখার আগে বৃহস্পতিবার সর্বশেষ টেস্ট করিয়েছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। ফল হাতে পাওয়ার পর রওনা হবে উইন্ডিজ দল। ২০, ২২ ও ২৫ জানুয়ারি হবে তিন ওয়ানডে। ৩ ও ১১ ফেব্রুয়ারি টেস্ট সিরিজের দুই ম্যাচ।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ