spot_img

শীর্ষ ধনী হওয়ার দৌড়ে বেজোসের কাছাকাছি ইলন

অবশ্যই পরুন

বর্তমানে পৃথিবীর ধনীতম ব্যক্তি হলেন অ্যামাজনের সিইও জেফ বেজোস। কিন্তু আর কতদিন থাকবেন তার নিশ্চয়তা নেই। কারণ ধনী হওয়ার দৌড়ে বেজোসের খুব কাছাকাছি চলে এসেছেন প্রযুক্তিবিদ ইলন মাস্ক।

ব্লুমবার্গের রিয়েল-টাইম বিলিয়নিয়ার ট্র্যাকারের তথ্য বলছে, বেজোস এবং মাস্কের সম্পদের মধ্যে এই মুহূর্তের (বৃহস্পতিবার) পার্থক্য ৩ বিলিয়ন ডলার।

বেজোস ১৮৪ বিলিয়ন ডলারের মালিক। মাস্কের ১৮১ বিলিয়ন। বিল গেটস অনেকটা পিছিয়ে আছেন। তার সম্পদের মূল্য ১৩২ বিলিয়ন ডলার।

ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, শীর্ষ দশ ধনীর সাতজনই প্রযুক্তিবিদ!

চতুর্থ স্থানে বার্নার্ড আরনাউল্ট কনজিউমার ব্যবসায়ী। তার সম্পদের মূল্য ১১৪ বিলিয়ন ডলার। ৯৯.৯ বিলিয়ন ডলার নিয়ে ফেইসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ পঞ্চম স্থানে।

মাস্কের উত্থান বেশি হয়েছে ২০২০ সালে। গত বছরের সেপ্টেম্বরে জাকারবার্গকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে আসেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা।

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ