রাঙামাটির রুবেল মটরস ও রুবেল ইলেকট্রনিক্স এর মালিক এবং ২২ মামলার আসামি মো. রুবেল (৩৬) চট্টগ্রামে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাতে চট্টগ্রাম চকবাজার থানা, ডবলমুরিং ও পাঁচলাইশ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ ইউসিবি ব্যাংক সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
সূত্রে জানাগেছে, বিগত ২৯ অক্টোবর ২০১৯ সালে রাঙামাটি দায়রা ও জজ আদালতে এসসি ৯০/১৯ মামলায় দি নে গোশিয়েবল ইন্সট্রমেন্টের ১৩৮ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পরবর্তীতে উক্ত সাজা পরোয়ানা মূলে ওই মামলায় পলাতক আসামি রুবেলকে আটক করা হয়।
এছাড়াও উক্ত আসামি রুবেলের বিরুদ্ধে যুগ্ম মহানগর দায়রা (৩য়) আদালতে দি নে গোশিয়েবল ইন্সট্রমেন্টের ১৩৮ ধারায় এসটি -৮০২৩/১৮ মামলায় বিগত ২২ নভেম্বর ২০২০ তারিখে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩৭ লক্ষ ৩০ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত করা হয়। এভাবে রাঙামাটি জেলা ও চট্টগ্রাম জেলায় তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ করায় তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ ওসি সজীব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি রুবেলকে চট্টগ্রাম মহানগর দায়রা ও জজ আদালতে প্রেরণ করা হয়েছে। চট্টগ্রাম সিএমপি তিন থানার যৌথ অভিযানে রুবেলকে গ্রেফতার করা হয়েছে।