spot_img

রামুতে বাস-সিএনজি সংঘর্ষে এক নরী নিহত

অবশ্যই পরুন

রামুতে বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার নাম নাসরিন জাহান। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

বুধবার (৬ জানুয়ারি) রাত আটটার দিকে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাসরিন রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার মৃত দলিলুর রহমানের মেয়ে। তিনি সম্প্রতি রামু সরকারি কলেজ থেকে বিএ পাস করেন। পড়ালেখার পাশাপাশি তিনি রামুর একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। চাকরি শেষে বাড়ি ফেরার সময় তিনি দুর্ঘটনায় প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে কক্সবাজারমুখী স্বাধীন ট্রাভেলস পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসরিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন অটোচালকসহ আরো দুইজন। তাদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স।

এদিকে দুর্ঘটনার পর রামু থানা এবং তুলাতলী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যান। ঘাতক বাসটিকে জনতা আটক করে। নাসরিনের মৃত্যুতে তার পরিবার-পরিজনসহ সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ সংবাদ

সুখবর দিলেন ক্যানসার আক্রান্ত হিনা খান

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ভারতীয় মডেল-অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থামিয়ে রাখেননি...

এই বিভাগের অন্যান্য সংবাদ