spot_img

শেষ পর্যন্ত বাইডেনই পেলেন মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ!

অবশ্যই পরুন

মার্কিন সিনেট নির্বাচনে শেষ মুহূর্তে জর্জিয়া জয়ে মার্কিন সিনেটে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে বাইডেনের ডেমোক্র্যাট দল। সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। ডেমোক্র্যাট রাফায়েল ওয়ারনক জর্জিয়ার সিনেটর হিসাবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাকে নির্বাচিত হিসাবে প্রজেকশন করেছে নিউইর্য়ক টাইমস, সিএনএন ও এবিসি নিউজ। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় স্থানীয় সময় ভোররাত ২টা ৩০মিনিটে এই ঘোষণা আসে।

দ্বিতীয় সিনেটের আসনও ডেমোক্র্যাটদের হাতে আসার সম্ভাবনা বেড়ে গেছে। জন অসফের বিজয় এখন অনেকটা সময়ের ব্যাপার। তিনি তার প্রতিদ্বন্দ্বী ডেভিড প্রাডুকে পেছনে ফেলে গেছেন সাড়ে ৯ হাজারের বেশী ভোটে। এখনও শতকরা ২ ভাগ ভোটের ফল আসতে বাকি।

সিনেটে এখন আসন সংখ্যা ডেমোক্র্যাট ৪৯ এবং রিপাবলিকান ৫০। জন অসফের আসনে জয়লাভ করলে উভয় দলের আসন হবে সমান সমান। অর্থ্যাৎ ৫০ এবং ৫০। তখন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের টাই ব্রেকিং ভোটে ডেমোক্র্যাটদের আধিপত্য বজায় থাকবে উচ্চ কক্ষ সিনেটে। ইতিমধ্যে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাট পার্টি।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের অব্যাহত চাপের মুখেও তার সাংবিধানিক দায়িত্ব পালনে অনড় রয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি মঙ্গলবার এক সভায় তার বস ডনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন যে, এই ইলেক্টোরাল ভোটে বাধা দেয়ার ক্ষমতা তার নেই। প্রেসিডেন্ট ট্রাম্প পেন্সের এই অবাধ্যতায় দারুন ক্ষেপে গেছেন।

হোয়াইট হাউসে অনুষ্ঠিত সভায় প্রেসিডেন্ট ট্রাম্পকে অত্যন্ত বিনীতভাবে পেন্স তার সিদ্ধান্তের কথা জানান। সভায় উপস্থিত ছিলেন হোয়াইট হাউসের এমন এক বিশ্বস্ত সূত্রকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস তাদের একটি রিপোর্টে একথা জানায়। অন্যদিকে, ওয়াশিংটনের বিশৃঙ্খল ট্রাম্প সমর্থকদের থামাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনী পিপার (মরিচের গুড়া) স্প্রে করেছে। ট্রাম্প সমর্থকরা ডিসির সমাবেশে জড়ো হচ্ছন।

সর্বশেষ সংবাদ

কঠিন রোগে আক্রান্ত অভিনেত্রী ফাতিমা সানা শেখ

আবার শিরোনামে জায়গা করে নিলেন বলিউডের ‘দঙ্গল কন্যা’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তবে এবার কোনো সিনেমা কিংবা সম্পর্কজনিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ