spot_img

হুন্দাইয়ের গাড়ি তৈরি হবে বাংলাদেশেই

অবশ্যই পরুন

প্রথমবারের মতো বিশ্ববিখ্যাত অটোমোবাইল কোম্পানি হুন্দাই মোটরের গাড়ি তৈরির কারখানা হতে যাচ্ছে বাংলাদেশে। প্রতিষ্ঠানটির একমাত্র বাংলাদেশি পরিবেশক ফেয়ার টেকনোলজি লিমিটেড এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।

কারখানার জমি বরাদ্দ নেয়ার জন্য বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে ফেয়ার টেকনোলজির চুক্তি স্বাক্ষরিত হয়েছে আজ। 

ফেয়ার টেকনোলজির বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের অটোমোবাইল গ্রাহকদের সম্পূর্ণ নতুন গাড়ি এবং মানসম্মত বিক্রইয়োত্তর সেবা দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে ও হুন্দাইয়ের কারিগরি সহায়তায় গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ৬ একর জমির ওপর নির্মিত হবে এ কারখানা। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়য়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং ফেয়ার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম মাহবুব উপস্থিত ছিলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন। 

প্রাথমিকভাবে হুন্দাইয়ের সর্বাধিক জনপ্রিয় সেডান, এসইউভি এবং এমপিভি মডেলের গাড়ি উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। 

ফেয়ার টেকনোলজি ইতোপূর্বেও বাংলাদেশের স্যামসাং এর স্মার্টফোন ও বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন করেছে। 

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ