ভারতের সাবেক অধিনায়ক এবং বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলিকে দেখতে কলকাতায় এসেছেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।
অসুস্থ সৌরভকে দেখে দেবী শেঠি বললেন, একদম ফিট আছেন সৌরভ। তার হার্টের অবস্থা খুব ভালো আছে। বুধবারই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। তারপর দুই থেকে তিন সপ্তাহ বিশ্রাম নিয়ে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
মঙ্গলবার উডল্যান্ডস হাসপাতালে সৌরভ গাঙ্গুলীকে দেখে দেবী শেঠি বলেছেন, সৌরভ কলকাতায় যে চিকিৎসা পেয়েছেন তা মানসম্মত।
এর আগে সোমবার ভিডিও কনফারেন্সে সৌরভের মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন দেবী শেঠি।
হাসপাতাল সূত্র জানিয়েছে, অনেকটাই সুস্থ সৌরভ। রাতে ভালো ঘুম হয়েছে। সকালে হালকা খাবার খেয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার সকালে ব্যক্তিগত জিমনিসিয়ামে ব্যায়াম করার সময় হঠাৎ মাথা ঘুরানো শুরু হয় সৌরভের। অবস্থা খারাপ দেখে তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয় এবং দ্রুত ভর্তির কথা বলেন চিকিৎসকরা। সেখানে যাবার পর সৌরভের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। সেখানেই এখন চিকিতসাধীন আছেন বিসিসিআই সভাপতি।