spot_img

পিএসএলের ড্রাফটে গেইল-মিলারদের সঙ্গী মোস্তাফিজ

অবশ্যই পরুন

আগামী ১০ জানুয়ারি লাহোরে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। এজন্য মঙ্গলবার ২৫ বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তবে তিনি দল পাবেন কি না তা এখনই বলা যাচ্ছে না।  

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে আছেন ক্রিস গেইল- ডেভিড মিলারদের সঙ্গে প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন মোস্তাফিজুর রহমান।  এই তালিকায় আরও রয়েছেন, ডোয়াইন ব্রাভো, রাইলি রুশো, রশিদ খান, মুজিব উর রহমান, অ্যালেক্স হেলস, থিসারা পেরেরা, সন্দীপ লামিচানে, ইমরান তাহির, ডেভিড মালানের মতো ক্রিকেটাররা।

এর আগে পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে এ পেসারের। ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি। ওই আসরে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে ৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। তবে উইকেটের পরিসংখ্যান বাদ দিয়ে তার মিতব্যয়ী বোলিংয়ে বেশ নজর কেড়েছিলেন তিনি। মাত্র ৬.৪৩ ইকোনোমিতে উইকেট নিয়েছিলেন তিনি। যেখানে ২২ রানে ২ উইকেট ছিল তাঁর সেরা বোলিং ফিগার।

পিএসএলের প্লাটিনাম ক্যাটাগরি:

লেন্ডল সিমন্স, কার্লোস ব্রাথওয়েট, ক্রিস গেইল, এভিন লুইস, ডোয়াইন ব্রাভো, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, মঈন আলী, ডেভিড মালান, টম ব্যান্টন, কলিন ইনগ্রাম, ইমরান তাহির, রাইলি রুশো, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডাসেন, ডেল স্টেইন, মরনে মরকেল, ক্রিস লিন, থিসারা পেরেরা, ইসুরু উদানা, রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, মোস্তাফিজুর রহমান, এবং সন্দীপ লামিচানে।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ