spot_img

হুমকিদাতা ইবির সেই সহকারী প্রক্টরকে পদচ্যুতি

অবশ্যই পরুন

শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী প্রক্টর এম এম নাসিমুজ্জামানকে পদচ্যুতি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভুক্তভোগী আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষক আলতাফ হোসেনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপাচার্য মহোদয় অভিযুক্ত শিক্ষককে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

জানা যায়, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে গালাগালি করেন সহকারী প্রক্টর নাসিমুজ্জামান। পরে তাকে আঘাত করার উদ্দেশ্যে লাঠি নিয়ে তেড়ে আসেন তিনি। একপর্যায়ে উত্তক্ত হয়ে শিক্ষক আলতাফকে জানে মেরে ফেলারও হুমকি দেন নাসিমুজ্জামান।

পরে এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ওইদিন বিকেলেই ইবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী শিক্ষক। পরে শনিবার সহকারী প্রক্টরের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক।

এদিকে, ঘটনায় সহকারী প্রক্টর নাসিমুজ্জামানকে তার পদ থেকে অব্যাহতি দেয়ার দাবিতে শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একইসাথে অভিযুক্ত ওই নাসিমুজ্জামানের আবাসিকতা বাতিলের দাবিও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক শিক্ষক-কর্মকর্তারা। সর্বশেষ গত মঙ্গলবার প্রশাসনের সাথে দেখা করে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ