জিটুজি কোনো বিষয় নয়, ভ্যাকসিন পেতে দেরি হবে না : সচিব

অবশ্যই পরুন

ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা কিনতে জিটুজি নাকি বাণিজ্যিক চুক্তি হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে স্বাস্থ্য সচিব বলেছেন, টিকা আসতে দেরি হবে না। মঙ্গলবার (৫ জানুয়ারি) শেরে বাংলা নগরে এনইসি সভা শেষে স্বাস্থ্য সচিবকে ওই বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। 

ভারত ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে, এমন খবর প্রকাশের পর সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়।

সেখানে স্বাস্থ্যসচিব আবদুল মান্নান বলেন, টিকা কেনার জন্য ভারতের সঙ্গে জিটুজি (সরকার টু সরকার) চুক্তি হয়েছে। ওস কারণে ওই নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য কার্যকর হবে না। আমরা সময়মতোই টিকা পাব। 

অন্যদিকে সন্ধ্যায় বেক্সিমকোর সংবাদ সম্মেলনে এমপি নাজমুল হক পাপন দাবি করেন, টিকা কেনার জন্য যে চুক্তি হয়েছে, তা জিটুজি নয়, বাণিজ্যিক। 

আবদুল মান্নান বলেন, জিটুজি কী জিটুজি নয়, সেটা কোনো বিষয় না। করোনা ভ্যাকসিনের ব্যাপারে দুই দেশের সরকারের শীর্ষ পর্যায়ে থেকে অবগত আছেন। টিকা আসতে দেরি হবে না। 

একনেক সভায় করোনা ভ্যাকসিন কেনা, সংরক্ষণ ও সরবরাহের একটি চলমান প্রকল্পের আওতায় চার হাজার ৩১৪ কোটি টাকা অনুমোদন দেয়া হয়।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ