spot_img

ভারতীয় শিবিরে ফের ধাক্কা, এবার ছিটকে গেলেন রাহুল

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়া সফরে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে বেশ ফুরফুরে মেজাজে ভারত। এরমধ্যেই আবার দলটি পাচ্ছে একের পর এক দুঃসংবাদ। চোটের কারণে চলতি সিরিজের শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেলেন লোকেশ রাহুল। 

মেলবোর্নে নেটে ব্যাট করার সময় বাঁহাতের কব্জিতে চোট পান রাহুল। যে কারণে তাকে আর চলতি সিরিজে পাওয়া যাবে না বলে জানিয়েছে বিসিসিআই। 

মঙ্গলবার রাহুলের চোট নিয়ে বিসিসিআই জানিয়েছে, শনিবার মেলবোর্নে অনুশীলনের সময় বাঁহাতের কব্জিতে চোট পান রাহুল। চেই চোট পরীক্ষা করে জানা গেছে, সুস্থ হতে ৩ সপ্তাহ লাগবে তার। তাই বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ২ ম্যাচে তাকে পাওয়া যাবে না। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ভারতে ফিরিয়ে আনা হচ্ছে রাহুলকে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এসে চোট সারাবেন রাহুল। 

কোয়ারেন্টাইন পর্ব শেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে ফিরছেন ওপেনার রোহিত শর্মা। অনেকেই তাই ধারণা করছিলেন, তার সঙ্গে একাদশে যুক্ত হবেন লোকেশ রাহুল। কিন্তু তেমনটা হচ্ছে না বলে জানিয়েছে বিসিসিআই। এর আগে চোটের জন্য ভারত সিরিজের মাঝে  মোহাম্মদ শামি ও উমেশ যাদবকে হারিয়েছিল ভারত। 

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ