spot_img

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন বছরে পুতিন-এরদোগান বৈঠক !

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শীঘ্রই আলোচনায় বসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও পুতিন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। করোনাভাইরাস মহামারী সত্ত্বেও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছেন। 

ই বছর তারা তিনবার ব্যক্তিগতভাবে সাক্ষাত করেছেন, আস্তানা ফরমেটে ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছেন এবং প্রায় দুই ডজন ফোনালাপ করেছেন। ‘শুধু এই পরিসংখ্যানই আমাদের সম্পর্কের সমৃদ্ধ এজেন্ডাগুলোর কথা জানান দেয়,’ বলেন ল্যাভরভ।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠকের প্রস্তুতি ছাড়াও তিনি কৃষ্ণ সাগর, মধ্যপ্রাচ্য এবং ককেশাস অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চান। ‘আমাদের সমৃদ্ধ আন্তর্জাতিক এজেন্ডা রয়েছে। যেমন সিরিয়ার বন্দোবস্ত, লিবিয়া, মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকা এবং সম্প্রতি সামনে আসা নাগর্নো-কারাবাখ ইস্যু,’ বলেন ল্যাভরভ। ‘আমরা আমাদের বিশ্বস্ত সংলাপকে বিশদভাবে মূল্যায়ন করছি,’ তিনি যোগ করেছেন।

চাভুসোগ্লু তার পক্ষ থেকে জোর দিয়ে বলেন, তুর্কি ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে ঘনিষ্ঠ কথোপকথন ও তাদের মধ্যকার পারস্পরিক আস্থা শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কেরই উন্নয়ন করে না বরং আঞ্চলিক বন্ধনকেও মজবুত করছে।

মহামারীর কারণে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের শততম বার্ষিকী উদযাপন করতে না পারায় দুঃখ প্রকাশ করেন চাভুসোগ্লু। তবে ব্যক্তিগত বৈঠকের মাধ্যমে বছরটি শেষ করতে পারায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ